২০২৫ সালের জানুয়ারি মাস ভীষণ স্পেশাল হতে চলেছে হৃতিক রোশনের কাছে। অভিনেতা হিসেবে ইন্ডাস্ট্রিতে ২৫ বছর কাটিয়ে ফেললেন তিনি। ২০০০ সালে ১৪ জানুয়ারি ‘কহো না প্যায়ার হ্যায়’ সিনেমার মাধ্যমে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। শুধু তাই নয়, ১০ জানুয়ারি ৫১ বছর বয়সে পদার্পণ করবেন অভিনেতা। সব মিলিয়ে এই জানুয়ারি মাসটি ভীষণ স্পেশাল হতে চলেছে অভিনেতার কাছে।
২০০০ সালে হৃতিক রোশনের প্রথম সিনেমা ‘কহো না প্যায়ার হ্যায়’ সিনেমার ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ১০ জানুয়ারি এই সিনেমাটি আরও একবার মুক্তি পেতে চলেছে বড় পর্দায়। ১৪ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু অভিনেতার জন্মদিন ১০ তারিখ, তাই সেই দিনই এই সিনেমাটি পুনরায় বড় পর্দায় দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক।
আরও পড়ুন: 'গোবিন্দার সন্তানেরাও ওঁর পরামর্শ নেয় না…' স্বামীকে নিয়ে কেন এমন বললেন সুনীতা?
গত মঙ্গলবার মিডিয়ার সম্মুখীন হয়ে হৃতিক বলেন, দীর্ঘ ২৫ বছরে আমি অনেক কিছু শিখেছি। আজ থেকে ২৫ বছর আগে আমি ভীষণভাবে লাজুক ছিলাম। আমার এখনও মনে আছে, ‘কহো না প্যায়ার হ্যায়’ যখন মুক্তি পেয়েছিল তখন আমি এতটাই লাজুক ছিলাম যে একটি সাক্ষাৎকার পর্যন্ত দিইনি কাউকে।
অভিনেতা বলেন, ওই সময়ে আমি খুব দরকার ছাড়া বাড়ি থেকে বের হতাম না। সবাইকে এড়িয়ে চলতাম। কিন্তু আপনারাই আমাকে তৈরি করে দিয়েছেন। এখন আর আমি লাজুক নই। আপনারাই, আপনারা সবাই আমাকে ২৫ বছরে একজন অভিনেতা এবং মানুষ হতে সাহায্য করেছেন। আপনাদের প্রশ্ন শুনে প্রথম প্রথম অস্বস্তিকর বোধ হত কিন্তু এখন আর হয় না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আরও পড়ুন: ডিভোর্স হলেও বেন অ্যাফ্লেকের দেওয়া ৫মিলিয়ন ডলারের আংটি ফেরত দিচ্ছেন না জেনিফার লোপেজ
আরও পড়ুন: শাহরুখের পড়শি হতে চললেন রণবীর-দীপিকা! মেয়েকে নিয়ে কবে শিফট করছেন ১০০ কোটির নতুন বাড়িতে?
‘কহো না প্যায়ার হ্যায়’ সিনেমাটি যখন মুক্তি পায় তখন হৃতিক রোশনের বয়স ছিল মাত্র ২৫ বছর, আমিশা প্যাটেলের বয়স ছিল ২৩ বছর। ১ কোটি বাজেট নিয়ে তৈরি হওয়া এই সিনেমাটি সারা বিশ্বব্যাপী ৮০০ মিলিয়নের বেশি আয় করেছিল। রাকেশ রোশন প্রযোজিত এবং পরিচালিত এই সিনেমায় প্রথম বাবার হাত ধরেই প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন হৃতিক।