নতুন বছরের শুরুতেই সাতপাকে বাঁধা পড়লেন 'জগদ্ধাত্রী' ধারাবাহিক খ্যাত প্রেরণা ভট্টাচার্য? বুধবার সমাজমাধ্যমের পাতায় তাঁর সিঁদুররাঙা কনের সাজের ভিডিয়ো পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'কপাল ভরে গেল সিঁদুরে'। তারপরই তাঁর অনুরাগীদের মধ্যে হইচই শুরু হয়ে যায়। ভাবছেন হঠাৎ করে কবে বিয়ে করলেন অভিনেত্রী? তাঁর বরই বা কে? আসলে, অভিনেত্রী নতুন কনের বেশে ধরা দিয়েছেন ঠিকই, তবে তাঁর বিয়ে হয়নি। এটা কেবলমাত্র ফটোশ্যুটের জন্য। এদিন একটি ব্রাইডাল শ্যুট করেন জগদ্ধাত্রী' সাংভি। সেটারই ভিডিয়োয় তিনি তাঁর মিনি ভ্লগে ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।
ভিডিয়োয় কী দেখা গিয়েছে?
বুধবার সকাল সকাল একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে 'জগদ্ধাত্রী' ধারাবাহিকের ‘সাংভি’ ওরফে প্রেরণা ভট্টাচার্য টুকটুকে লাল বেনারসি শাড়ি সঙ্গে ম্যাচিং ব্লাউজ পরে দাঁড়িয়ে। হাতে শাখা, পলা থেকে মাথায় লাল ভেল, কপাল ভর্তি চন্দন, শোলার মুকুট, গা ভর্তি সোনালি গয়নায় তাঁকে অনবদ্য দেখাচ্ছিল। মাথায় তাঁর সিঁথি ভর্তি সিঁদুর ছিল পাশাপাশি নাকও ছিল সিঁদুরে মাখামাখি। আর তা দেখেই হইচই পড়ে যায় নেটপাড়ায়। প্রেরণা তাঁর এই ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘নতুন বছরে কপাল ভোরে গেল সিন্দুরে। গায়ে উঠল লাল বেনারসি, এ কোন রূপ আমার।’
মেপআপ আর্টিস্ট রৌনক সরকার অভিনেত্রীকে কনের বেশে সাজিয়ে তুলেছিলেন। তিনিও প্রেরণার ভিডিয়োয় কমেন্ট করে লেখেন, দিনটা খুব মজা করে কাটিয়েছি। তোমার সঙ্গে মনে হল অনেক দিনের আত্মীয়তা। খুব কাছের করে নাও তুমি মানুষ কে। খুব খুব ভাল থাক আর এমনই থাকো প্রেরণা দি।'
আরও পড়ুন: 'স্টার'-এর নাম বদলে বিনোদিনী থিয়েটার! ১৪১ টি প্রদীপ জ্বালিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিলেন রুক্মিণী-রামকমল
অভিনেত্রীর ভিডিয়ো দেখে অনুরাগীরা কে কী বললেন?
তাছাড়াও তাঁর এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই অনুরাগীরা নায়িকার কনে বউ লুকে ফিদা। তাঁরা নানা কমেন্ট ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। একজন লেখেন, ‘অসাধারণ, মিষ্টি লাগছে। চোখ ফেরানো যাচ্ছে না। খুব সুন্দর লাগছে।’ আর একজন লেখেন, ‘দারুন লাগছে। খুব চোখের প্রশান্তিদায়ক মেকআপ হয়েছে। এরম সাজটাই এখন হারিয়ে যাচ্ছে, যদিও বিয়ের দিন এরকমই লাগে মেয়েদের। কিন্তু রিসেপশনে তো এখন আর নতুন বউকে নতুন বউদের মতন সাজানোই হয় না। অন্যান্য নিমন্ত্রিতদের মতোই দেখতে লাগে, এটাই ব্যক্তিগত ভাবে মনে হয় আমার।’
আরও পড়ুন: চুটিয়ে প্রেম করছেন মধুমিতা, তার মাঝেই হঠাৎ বসন্তের আগমন তাঁর জীবনে! নিজেই দিলেন সেই সুখবর
নায়িকার আর এক অনুরাগী লেখেন, তুমি তো সুন্দর, আরও সুন্দর লাগছে। আর একজন লেখেন, ‘খুব সুন্দর ভিডিয়ো দিদিভাই দারুণ।’ নায়িকার আর এক ভক্ত তাঁকে সকালের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ সকাল। অপূর্ব মেকআপ হয়েছে। তোমাকেও খুব সুন্দর দেখাচ্ছে। তোমাকে সবসময় ভালোবাসি।’ আর একজন লেখেন, ‘কি যে সুন্দর লাগছে, বোলে বোঝতে পারবো না দিদি।’