ঘটনা চলতি বছরের জুন মাসের। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্বামী কুণাল ভার্মা জানিয়েছিলেন কাছের বন্ধুর হাতে প্রতারিত হয়ে সর্বস্ব খুইয়েছেন তাঁরা। তাঁদের সারাজীবনের সেভিংস এখন হাতছাড়া। পরে জানা যায়, প্রযোজক শ্যামসুন্দর দে-র হাতে প্রতারিত হয়েছেন যুগল। ওদিকে প্রযোজকের স্ত্রী পালটা অভিযোগ আনেন তারকা দম্পতির বিরুদ্ধে।
দেবীপক্ষের সূচনার ঠিক আগে বড় স্বস্তিতে পূজা। শনিবার কলকাতা থেকে প্রযোজক শ্যামসুন্দর দে-কে গ্রেফতার করল মুম্বই পুলিশ। ঘটনাক্রমে এদিন কলকাতাতেই ছিলেন নায়িকা। দেবের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ইভেন্টে যোগ দিতে কলকাতা এসেছেন তিনি।
জানা গিয়েছে, অভিযুক্ত প্রযোজককে জিজ্ঞাসাবাদ করে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে মুম্বই পুলিশ। কলকাতা পুলিশের সহায়তাতেই শ্যাম সুন্দর দে-কে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। এই ঘটনায় স্বস্তিতে পূজা। তিনি জানিয়েছেন মাস তিনেক আগেই লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তিনি। অন্য়দিকে পূজা ও কুণালের বিরুদ্ধে তোলাবাজি-অপহরণের মতো গুরুতর অভিযোগ এনেছিলেন শ্য়ামসুন্দর দে-র স্ত্রীও।
এক ব্যবসায়িক সফরে নাকি গোয়ায় গিয়েছিলেন প্রযোজক,সেখানেই পূজার নেতৃত্বে নাকি অপহরণ করা হয় শ্য়ামসুন্দর দে-কে। মুক্তিপণ বাবদ দাবি করা হয় ৬৪ লক্ষ টাকা। শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় প্রযোজকের উপর।
এদিন সংবাদমাধ্যমকে পূজা বলেন, ‘আইনের উপর ভরসা ছিলই। আর যে ন্যায়ের পথে থাকে তার পাশে ঈশ্বর থাকেন। আশা, এ বার সব অন্যায়ের প্রতিকার হবে।’ যদিও অভিযুক্তের শাস্তি নয়, বরং নিজের টাকা ফিরে পেতেই মরিয়া অভিনেত্রী।