নিখাদ কমেডি এবং সাসপেন্স নিয়ে তৈরি ছবি ‘হাউজফুল ৫’ মুক্তি পেয়েছিল গত ৬ জুন। এই ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, জ্যাকলিন ফার্নান্ডেজ, নার্গিস ফাখরি, সঞ্জয় দত্ত, চিত্রাঙ্গদা সিং, নানা পটেকর, জ্যাকি শ্রফ, জনি লিভার, ফারদিন খান, জন আব্রাহাম, অভিষেক বচ্চন, চাঙ্কি পান্ডে সহ আরআ অনেকে।
তরুণ মনসুকানি পরিচালিত এই ছবিটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন সকলে। ২০১০ সালে মুক্তি পেয়েছিল হাউজফুল, ২০১২ সালে দ্বিতীয় পর্ব এবং ২০১৩ সালে তৃতীয় পর্ব মুক্তি পায়। এরপর ২০১৯ সালে চতুর্থ পর্বের মুক্তির পর দীর্ঘ প্রতীক্ষা করতে হয় দর্শকদের। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৫ সালে মুক্তি পায় পঞ্চম পর্ব।
আরও পড়ুন: বিপ্লবী অনন্ত সিংয়ের ভূমিকায় জিৎ, কবে থেকে শুরু বায়োপিকের কাজ?
আরও পড়ুন: ‘ধুমকেতু’-র মিউজিক লঞ্চ অনুষ্ঠানে চেয়ার সাজাতে ব্যস্ত দেব, মুগ্ধ নেটপাড়া
বড় পর্দায় মুক্তির আড়াই মাসের মাথায় এবার ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে এই ছবিটি। অ্যামাজন প্রাইম ভিডিয়োর পেজ থেকে একটি ভিডিয়ো শেয়ার করা হয়, যা পুনরায় শেয়ার করেন অক্ষয় কুমার। ভিডিয়োর ক্যাপশনে লেখা, হাউজফুলের সদস্যরা কিছু বলতে চাইছেন।
ভিডিয়োয় অক্ষয় কুমার ছাড়াও ছিলেন রীতেশ দেশমুখ, নার্গিস ফাকরি এবং সোনম বাজওয়া। ভিডিয়ো শুরু হতেই অক্ষয় কুমার বলেন, সবার রিল দেখার সময় আছে কিন্তু হাউসফুল ৫ দেখার সময় নেই। এরপরেই নার্গিস বলেন, দেরি না করে এখনি অ্যামাজন প্রাইম ভিডিয়োয় দেখুন হাউজফুল ৫।
এই খবরটি শোনার সঙ্গে সঙ্গে আনন্দে উত্তেজিত দর্শকরা। তবে এইভাবে প্রত্যেকটি ছবি বড় পর্দায় মুক্তির কয়েক মাসের মধ্যেই ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেলে ব্যবসার কতটা লাভ হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। কিছুদিন আগেই আমির খান ঘোষণা করেছিলেন তিনি কোনও ভাবেই ডিজিটাল প্লাটফর্মে ছবি মুক্তির স্বপক্ষে নন।
আরও পড়ুন: মুক্তির এখনও একমাসও অতিক্রান্ত হয়নি, তার মধ্যেই বড় সিদ্ধান্ত ‘ম্যাডাম সেনগুপ্ত’ নির্মাতাদের
আরও পড়ুন: চলে গেলেন কবি রাহুল পুরকায়স্থ, সাহিত্য জগতে অপুরণীয় ক্ষতি
তবে ডিজিটাল প্লাটফর্মে মুক্তি না পেলেও ১০০ টাকার বিনিময়ে তিনি ইউটিউবে ‘সিতারে জামিন পর’ ছবিটি দেখার সুযোগ করে দিয়েছেন। এতে আমিরের ছবি কতটা ভালো ব্যবসা করতে পারল, নাকি এতে আখেরে ক্ষতি হল তা কিছুদিন পরেই বোঝা যাবে।