প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল 'হাউজ অব দ্য ড্রাগন'র ট্রেলার। মঙ্গলবার এইচবিও ম্যাক্সে মুক্তি পায়। জর্জ আরআর মার্টিনের বইয়ের উপর ভিত্তি করে হিট ফ্যান্টাসি সিরিজ গেম অফ থ্রোনসের একটি নতুন ভাগ। সিরিজটি 'সিংহাসনের পতনের ২০০ বছর আগে'র গল্পকে তুলে ধরবে। ওয়ার্নারমিডিয়ার এইচবিও ম্যাক্স ইউরোপীয় লঞ্চ ইভেন্টে বিস্ময়কর ট্রেলার প্রকাশিত হয়।ম্যাট স্মিথের চরিত্রকে বলতে শোনা যায়, ‘ঈশ্বর, রাজা, আগুন এবং রক্ত'। প্রিন্স ডেমন টারগারিয়ানকে ভয়েসওভারে বলতে শোনা যায়, আমরা সমুদ্রের ঝলক, ভয়ঙ্কর যুদ্ধ এবং নতুন চরিত্রের অশুভ দৃশ্য দেখতে পাই। শেষে তিনি বলেন, ‘স্বপ্ন আমাদের রাজা বানায়নি, ড্রাগন বানিয়েছে’। যা গেম অফ থ্রোনস ব্র্যান্ড বহন করে এবং ২০২২ সালে শো-টি আসবে সেকথা প্রকাশ করা হয়েছে ট্রেলারে।দেখে নিন ট্রেলার ১০ পর্ব যুক্ত এই শো-এর প্রথম পর্বটি ২০২২ সালে এইচবিও এবং এইচবিও ম্যাক্সে সম্প্রচারিত হবে। গেম অফ থ্রোনস ২০১৯ সালে আট পর্ব নিয়ে সম্প্রচারিত হয়েছিল।