ক্যানসারের অ্যাডভান্স স্টেজে রয়েছেন, কেমোথেরাপি চলছে, স্বাভাবিক নিয়মেই তাই চুল উঠে যাবে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তাই নিজের চুল নিজের হাতেই কেটে ফেললেন হিনা খান। কাজটা কঠিন, তবু নিজেকে শক্ত রেখে সেই কাজটাই করলেন হিনা খান। চোখের জল বাগ মানল না হিনার মায়ের। নিজেকে সামলে মাকে সান্ত্বনা দিলেন মেয়ে। নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো পোস্ট করেছেন হিনা খান।
হিনার পোস্টে তাঁকে তাঁর হেয়ার ড্রেসার বন্ধুর সাহায্য নিয়ে চুল কেটে ফেলতে দেখা যাচ্ছে। হিনার চোখ ছলছল করে ওঠে, তবু মা এবং সকলের জন্য নিজেকে শক্ত করে ধরে রাখতে দেখা গেল অভিনেত্রীকে। আবেগ সামলাতে পারলেন না হিনার মা, তখন তাঁর এই অসুস্থ মেয়েই তাঁকে আশ্বস্ত্য় করে বলে ওঠেন, ‘এটা শুধু চুলই তো মা, তুমি কখনও নিজের .চুল কাটোনি! মা কেঁদো না, তোমার শারীর খারাপ করবে তো…’। তবু মায়ের মন মেয়ের জন্য কেঁদে ওঠে।
ভিডিয়োটি পোস্ট করে হিনা খান লিখেছেন, ‘কাশ্মীরি ভাষায় আমার মায়ের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন (আমাকে আশীর্হাদ করে)। ব্যাকগ্রাউন্ডে বসে তিনি এমন কিছু সাক্ষী হচ্ছেন, যেটা তিনি কখনও কল্পনা করারও সাহস দেখাননি। মন ভাঙলে নিজের আবেগকে পরিচালনা করার জন্য আমাদের সকলের কাছে এটা ছাড়া আর কোনও সরঞ্জাম নেই।’
হিনা লিখেছেন, ‘যে সমস্ত সুন্দর মানুষ এই লড়াই লড়ছেন, বিশেষত মহিলারা, আমি জানি, তাঁদের কাছে এটা কঠিন। আমাদের বেশিরভাগ মানুষের কাছেই চুল হল একটা মুকুট, এটা আমরা খুলে ফেলতে চাই না। তবে, আপনি যদি এমন কঠিন যুদ্ধের মুখোমুখি হন, যে যুদ্ধ আপনাকে আপনার সমস্ত চুল - আপনার সমস্ত গর্ব, আপনার মুকুট হারাতে হবে। আপনি যদি এই যুদ্ধ জিততে চান তহলে আপনাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। আর আমি জিততেই চাই।'