নাতাশার সঙ্গে বিয়ে ভাঙছে হার্দিকের! বেশকিছুদিন আগেও এই গুঞ্জনে সরগরম ছিল বিনোদন ও ক্রিকেট দুনিয়া। তবে মাঝে এই গুঞ্জন থিতিয়ে যায়। মনে করা হচ্ছিল হার্দিকের ভাবমূর্তি রক্ষা করতে নাতাশাই ডিভোর্সের গুঞ্জন ছড়িয়েছেন, বিষয়টা আসলে ভুয়ো। তবে নাহ, ফের একই গুঞ্জন মাথাচাড়া দিয়ে উঠেছে। ভারতের টি-২০ বিশ্বকাপ জয়, হার্দিকের ভালো পারফরম্যান্সের পরও শুভেচ্ছা জানাতে একটা শব্দও খরচ করেননি নাতাশা। আর তাতেই ফের প্রশ্ন উঠছে, তবে কি সত্যিই হার্দিক-নাতাশার বিয়েটা ভাঙছে! তাঁরা আলাদা থাকছেন?
এদিকে বিচ্ছেদে জল্পনার মাঝেই বুধবার ইনস্টাগ্রামে একটা ভিডিয়ো পোস্ট করেছেন নাতাশা স্ট্যানকোভিচ। যেখানে তাঁকে নিজের গাড়িতে যেতে যেতে বলতে শোনা যায়, তিনি 'নির্দিষ্ট কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন', যেটা কাউকে 'নিরুৎসাহিত, হতাশ, দুঃখী এবং হারিয়ে যাওয়া'র অনুভূতি দেয়।
নাতাশাকে সেই ভিডিয়োতে বলতে শোনা যায়, 'আমি এমন কিছু পড়ার জন্য অত্যন্ত আগ্রহী হয়ে পড়েছিলাম যা আজ আমার সত্যিই শোনা দরকার ছিল। এই কারণেই আমি আমার বাইবেলটি গাড়িতে আমার সঙ্গেই নিয়ে এসেছি। কারণ আমি এটা পড়তে চেয়েছিলাম তোমাদের সকলকে শোনাতে চেয়েছিলাম। যেখানে বলা হয়েছে, 'ঈশ্বর তোমাদের আগে আগেই যাচ্ছেন, তিনি তোমার সঙ্গেই আছেন। তিনি কখনও তোমাদের ত্যাগ করবেন না। তাই ভয় পেয়ো না, হতাশ হয়ো না'।

নাতাশার কথায়, ‘আমরা যখনই এমন কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যাই তখন আমরা হতাশ, ভেঙে পড়া, এবং প্রায়শই নিজেকে হারিয়ে ফেলি। নিশ্চয়ই ঈশ্বর তোমাদের সঙ্গে আছেন। আপনি এখন যা করছেন তাতে তিনি অবাক হন নি, কারণ তাঁর ইতিমধ্যে নির্দিষ্ট কোনও পরিকল্পনা রয়েছে। তিনি কখনও তোমাকে ত্যাগ করবেন না বা ত্যাগ করবেন না|’
হার্দিক-নাতাশা
নাতাশার এই ভিডিয়োও হার্দিকের সঙ্গে তাঁর বিচ্ছেদের গুঞ্জনেই আগুন ধরিয়েছে। এদিকে হার্দিকের সফল্য, ভারতের জয়ে শুভেচ্ছা না জানানোর কারণে নেটিজেনদের একাংশ নাতাশা স্ট্যনকোভিচকে তুলোধনা করতে ছাড়েননি।
এক রেডইট ব্যবহারকারী নাতাশার ইনস্টাগ্রাম প্রোফাইলের স্ক্রিনশট শেয়ার করে লেখেন, 'যে মানুষটি সোশ্যাল মিডিয়ায় এত অ্যাক্টিভ তিনি কেন এই জয়ে হার্দিককে নিয়ে কিছু লিখলেন না? কোনও ভার্চুয়াল মেসেজ দিলেন না! এমনকি নিদেনপক্ষে ভারতের জয় নিয়েও কিছু লিখলেন না!'
পরে ওই নেটিজেন ফের এটার ব্যাখ্যা দিয়ে লেখেন, 'মনে হচ্ছে সত্যিই হার্দিক পান্ডিয়া ওর স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের থেকে আলাদা আছেন। নইলে ব্যাপারটা বড়ই অদ্ভুত যে তিনি ভারতের বিশ্বকাপ জয়, এবং স্বামীকে শুভেচ্ছা জানিয়ে কিছু লিখলেন না! উনি তো দেখি সোশ্যাল মিডিয়ায় তো ভীষণ অ্যাক্টিভ। এমনকি অনুষ্কা শর্মাও যিনি সোশ্যাল মিডিয়ায় অত অ্যাক্টিভ নন তিনিও পোস্ট করেছেন ভারতের জয় আর বিরাট কোহলিকে নিয়ে। কিন্তু নাতাশা কিছুই লেখেননি।'