বাংলা নিউজ > বায়োস্কোপ > Sushant Singh Rajput Death Case: সুশান্তের কেসে শেষ অভিযুক্তকেও ছেড়ে দিল বম্বে হাইকোর্ট, তিন বছর পর জামিন পেলেন অনুজ
পরবর্তী খবর
Sushant Singh Rajput Death Case: সুশান্তের কেসে শেষ অভিযুক্তকেও ছেড়ে দিল বম্বে হাইকোর্ট, তিন বছর পর জামিন পেলেন অনুজ
1 মিনিটে পড়ুন Updated: 13 Nov 2023, 11:37 AM ISTSubhasmita Kanji
Sushant Singh Rajput Death Case: সুশান্ত সিং রাজপুতের কেসে যতজনকে গ্রেফতার করা হয়েছিল তার মধ্যে শেষ জন অর্থাৎ অনুজ কেশওয়ানিকেও এদিন বম্বে হাইকোর্ট বেল দিয়ে দিল।
সুশান্তের কেসে শেষ অভিযুক্তকেও ছেড়ে দিল বম্বে হাইকোর্ট
সুশান্ত সিং রাজপুতের কেসে যতজনকে গ্রেফতার করা হয়েছিল তার মধ্যে শেষ এবং ৩৬ নম্বর সন্দেহভাজনকেও বম্বে হাইকোর্ট বেল দিয়ে দিল। ড্রাগ কেসে গ্রেফতার হওয়া অনুজ কেশওয়ানি ছাড়া পেলেন অবশেষে। ২০২০ সালে অভিনেতার মৃত্যুর পর ড্রাগ কেসে গ্রেফতার করা হয়েছিল তাঁকে।
২০২০ সাল থেকে এই কেসটির তদন্ত করছিলেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ২০২০ সালের ১৪ জুন মৃত অবস্থায় সুশান্ত সিং রাজপুতকে তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়। তখন গোটা দেশ জুড়ে লকডাউন চলছে। এর মধ্যে এমন ঘটনা ঘটায় চমকে উঠেছিল সকলেই। তারপর কেসের তদন্ত শুরু হওয়ায় জল অনেকদূর গড়ায়। মাদক কারবার চালানোর জন্য তখনই গ্রেফতার করা হয় এই বছর ৩১ এর অনুজকে।
সুশান্তের মৃত্যুর পর অভিযোগ উঠেছিল যে তাঁকে তাঁর ঘনিষ্ঠরাই মাদক এনে দিতেন। সেটার বিষয়ে খোঁজ শুরু করে একটা লম্বা চেন ধরতে পারেন অফিসাররা। অনুজ কেশওয়ানিকে এদিন জামিন দেন জাস্টিস এমএস কর্নিক। সেকশন ৩৭ এর নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যানস অ্যাক্ট অনুযায়ী অভিযুক্তকে তখনই জামিন দেওয়া যায় যখন এটা বিশ্বাস করার একাধিক কারণ থাকে যে সে এমন কোনও অপরাধে অপরাধী নয়। বা জামিন দিলে সে আর এমন কোনও অপরাধ করবে না।