হেরা ফেরি, ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত এমন একটি সিনেমা যা মানুষকে অনাবিল আনন্দে ভাসিয়ে দিয়েছিল। এমন একটি সিনেমা যে সিনেমার হাত ধরে প্রথম পরেশ রাওয়াল, সুনীল শেট্টি এবং অক্ষয় কুমার পা রেখেছিলেন কমেডির জগতে। ২৫ বছর কেটে গেলেও যে সিনেমার রেশ এখনও মানুষের মধ্যে থেকে গেছে। এবার ৯০ দশকের মানুষকে নস্টালজিয়ায় ভাসাতে আসতে চলেছে হেরা ফেরি ৩।
কীভাবে এল এই অফার?
জন্মদিন উপলক্ষে অক্ষয় কুমার প্রিয়দর্শনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন, শুভ জন্মদিন, প্রিয়ন স্যার। ভুতে ঘেরা একটি ভুতুড়ে সেটে দিন কাটানোর থেকে ভালো আর কি হতে পারে? একজন পরামর্শদাতা হয়ে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি এমন একজন মানুষ যিনি যে কোনও সামান্য জিনিসকেই মাস্টারপিসের আকারে তুলে ধরতে পারেন। আপনার জীবন যেন বাধাহীন ভাবে এগিয়ে যায়। আপনার দীর্ঘায়ু কামনা করছি।
আরও পড়ুন: কলকাতার আনাচ কানাচের সঙ্গে রবি গান, সব্যসাচীর ২৫ বছরের উদযাপন জুড়ে শিকড়ের টান! মুগ্ধ নেটপাড়া
আরও পড়ুন: সারেগামাপায় 'একমাত্র ভরসা' রূপমকে শ্রদ্ধার্ঘ্য ময়ূরীর, অনুরাগীর পারফরমেন্সে 'আপ্লুত' রকস্টার
অক্ষয়ের এই শুভকামনার পরিপ্রেক্ষিতে প্রিয়দর্শন লেখেন, শুভ কামনার জন্য অনেক অনেক ধন্যবাদ। অক্ষয়। তোমার এই শুভেচ্ছা বার্তার বিনিময়ের একটি উপহার দিতে চাই আমি। আমি হেরাফেরি ৩ শুরু করতে চাই। তুমি কি প্রস্তুত? অক্ষয়কে উদ্দেশ্য করে পোস্ট করা হলেও এই পোস্টে প্রিয়দর্শন সুনীল শেট্টি এবং পরেশ রাওয়ালকেও ট্যাগ করেছিলেন।
প্রিয়দর্শনের কাছ থেকে এই অফার পেয়ে রীতিমতো উত্তেজিত হয়ে পড়েন অক্ষয় কুমার। ২০০৭ সালের হিট কমেডি সিনেমা ওয়েলকাম- এর একটি দৃশ্য তুলে ধরেন তিনি যেখানে অক্ষয় বলেছিলেন, মিরাকেল মিরাকেল!! মিম শেয়ার করে অক্ষয় লেখেন, আপনার জন্মদিনে আমরা আমাদের জীবনের সেরা উপহার পেতে চলেছি। চলো এবার ফির হেরা ফেরি করি আমরা। পোস্ট করে সুনীল শেট্টি এবং পরেশ রাওয়ালের ট্যাগ করেন অক্ষয়।
প্রিয়দর্শনের পোস্ট শেয়ার করে সুনীল লেখেন, হেরাফেরি আর পুচ পুচ!! চলো সবাই মিলে হেরা ফেরি করি। পরেশ রাওয়াল অক্ষয়ের পোস্ট শেয়ার করে লেখেন, আপনি সেই মানুষ যিনি আমাদের জীবনে আরও একবার আনন্দ নিয়ে এলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরও একবার হেরা ফেরির অংশ হতে পেরে গর্বিত।
আরও পড়ুন: রাখিকে বিয়ে করতে নারাজ দোদি খান! তৃতীয় বিয়ের স্বপ্ন চুরমার হতেই কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী
আরও পড়ুন: অর্পিতা নন, পথ দুর্ঘটনায় গুরুতর আহত সলমনের আরেক বোন! পায়ে করতে হল প্লাস্টারও, কে তিনি?
প্রসঙ্গত, ‘হেরা ফেরি ২’ ২০০৬ সালে মুক্তি পেলেও সেই সিনেমাটি পরিচালনা করেছিলেন নীরজ ভোরা। তবে এবার প্রিয়দর্শনের হাত ধরে আসতে চলেছে হাসির ধামাকা।