টলিপাড়ায় এখন যেন ভাঙনের রোগ লেগেছে। একাধিক তারকা-দম্পতির বিয়ে ভাঙার খবর আসছে বর্তমানে। যাতে রয়েছেন যিশু-নীলাঞ্জনা, ঋষি কৌশিক-দেবযানী, অর্জুন-সৃজাদের নাম। তবে কিছু দম্পতি আছে, যাদের রোম্যান্স এখনও নেটপাড়ার হট টপিক। পাওয়ার কাপল হিসেবে ধরা হয়। আর সেই তালিকায় নাম আসে গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমারেরও।
ভালোবাসায় একে-অপরকে ভরিয়ে রাখেন দেবলীনা-গৌরব। তাঁদের প্রেমের রঙে লাল হয় সোশ্যাল মিডিয়াও। ইনস্টাগ্রামে অভিনেত্রী মঙ্গলবার শেয়ার করলেন একটি বিশেষ কোটেশন। যেখানে লেখা রয়েছে, ‘এমন কিছু আছে, যা কামনা করেন আপনি? যৌনতার জন্য নয়, বরং স্পর্শের জন্য, গলার আওয়াজের জন্য, চুমুর জন্য বা কখনও শুধু পাশে থাকার জন্য।’
আরও পড়ুন: ‘আমার মেয়ে…!’ ফেলুদা-পুত্র অর্জুনের সঙ্গে ডিভোর্সের গুঞ্জন, মনের কথা লিখল সৃজা
২০২০ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেছিলেন গৌরব ও দেবলীনা। বেশ কয়েকবছর প্রেম করার পর বেশ ধুমধাম করেই হয়েছিল বিয়েটা। একবার দিদি নম্বর ১-এ এসে তৃণমূল নেতা দেবাশীস কুমারের মেয়ে জানিয়েছিলেন, ২০১৭ সালে গৌরবের দিদির বাড়ির লক্ষ্মীপুজোয় গিয়েছিলেন দেবলীনা। সেখানে প্রথম সাক্ষাতেই একে অপরের প্রেমে পড়ে যান। যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। সেই বছরই, গৌরবের ছোটবোনের বিয়েতে বলিউডের ‘বোলে চুড়িয়া’ গানে নেচেছিলেন। প্রথমদিকে প্রেম চাপা রাখার চেষ্টা করলেও, তা হয়ে ওঠেনি। তাঁদের বিয়েতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
দেখুন দেবলীনা কুমারের ইনস্টাগ্রাম স্টোরি-

প্রসঙ্গত, কদিন আগেই চারদিকে সম্পর্ক ভাঙা নিয়ে মুখ খুলেছিলেন গৌরব। আনন্দবাজারকে উত্তম কুমারের নাতি জানিয়েছিলেন, ‘গত কয়েকদিন ধরে সংবাদমাধ্যমে, সমাজমাধ্যমে যিশুদা ও নীলাঞ্জনাদির বিচ্ছেদের খবর দেখছি। যাদের অনুপ্রেরণা ভাবে মানুষ, তাদের জীবনে খারাপ কিছু ঘটলে অদ্ভুত অনুভূতি হয় মনের মধ্যে। মনটা খারাপ হয়ে যায়। আমার ও দেবলীনারও এসব দেখে খুব ভয় করে। শত কিছুর মধ্যেও নিজেদের ভালোরাখার রসদ খুঁজে নেই। এমনকী, আমাদের আলোচনাও হয়, কখনও যদি সম্পর্কে দুঃসময় আসে, তাহলে কীভাবে সবটা সামাল দেব।’
আরও পড়ুন: একা হয়েছেন হার্দিক! ডিভোর্সের পর, অগস্ত্যর জন্মদিনে নাতাশাই আদরে ভরালেন ছেলেকে, যা লিখলেন তা নিয়ে
খবর রয়েছে, যিশু নাকি তাঁর আপ্ত সহায়কের সঙ্গে প্রেম করছেন। এমনকী, মুম্বইতে লিভ ইন করছেন। আর যার ফলে, আত্মহত্যার চেষ্টাও করেন নীলাঞ্জনা। এদিকে, ঋষি কৌশিক সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো শেয়ার করে স্ত্রীর নামে তুলেছেন একাধিক অভিযোগ।
আরও পড়ুন: অভিষেককে ডিভোর্স চর্চা আরও জোরদার করল ঐশ্বর্য! নিউ ইয়র্কে এ কী করলেন বচ্চন বউমা
যাতে স্পষ্ট লেখা, মদ্যপান, ধূমপানে-আসক্ত দেবযানীর সঙ্গে বিয়েই করতে চাননি। বরং জোর করে বিয়ে করা হয়েছে। বিয়ের ৬ মাসের মধ্যেই নাকি বুঝে গিয়েছিলেন এই সম্পর্কে থাকা সম্ভব নয়। বিবাহিত জীবনে তিনি কতটা অসুখি, তাই বুঝিয়েছিলেন লম্বা ভিডিয়ো বার্তায়।
এদিকে অর্জুন চক্রবর্তীরও ‘পরকীয়া’য় জড়ানোর খবর চারদিকে। যার জন্য নাকি স্বামীকে মাঝে আনফলো করেছিলেন সৃজা। এখন আবার অবশ্য পুনরায় ফলো করছেন।