সদ্য এম এক্স প্লেয়ারে মুক্তি পেয়েছে 'শিক্ষা মণ্ডল'। এই সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। এ ছাড়াও 'বেস্টসেলার', 'সল্ট সিটি'র মতো সিরিজে অভিনয় করেন তিনি।
গওহরের হাতে একাধিক কাজ।
বেজায় ব্যস্ত তিনি। হাতে একাধিক কাজ। দম ফেলার ফুরসৎ নেই! জীবনের 'সেরা' সময় কাটাচ্ছেন গওহর খান। অভিনেত্রী বললেন, 'এই বছরটা আমার দারুণ কাটছে। 'বিগ বস'-এর পর এটাই আমার সেরা বছর। নানা ধরনের চরিত্র করার সুযোগ পেয়েছিলাম।'
সদ্য এম এক্স প্লেয়ারে মুক্তি পেয়েছে 'শিক্ষা মণ্ডল'। এই সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। এ ছাড়াও 'বেস্টসেলার', 'সল্ট সিটি'র মতো সিরিজে অভিনয় করেন তিনি। আগামী বছরের জন্য পরিকল্পনা কী? অভিনেত্রী বলেন, 'ইতিমধ্যে আমার অনেক ইচ্ছাই পূরণ হয়েছে। প্রায় সব ওটিটি প্ল্যাটফর্মে কাজ করে ফেলেছি।'
হাতে একাধিক কাজ। নানা ধরনের চরিত্রে অভিনয়ে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত গওহর। তাঁর কথায়, 'বহিরাগত হিসেবে কাজ শুরু করেছিলাম। খুব লজ্জা পেতাম। ভাবতাম কারও কাছে কাজ চাওয়াটা ঠিক হবে কি না। কাজ চাওয়ার মধ্যে কোনও ভুল নেই। ইন্ডাস্ট্রিতে অনেকেই আমার কাছের মানুষ। কিন্তু কখনও ফোন করে তাঁদের কাছে কাজ চাইনি।'(আরও পড়ুন: সুন্দরী হওয়ার মাশুল! যে কারণে ‘স্লামডগ মিলিয়নিয়ার’- থেকে বাদ পড়েন গওহর খান)