Sunny Deol: ‘গদর ২’-এর প্রথম ঝলক প্রকাশ্যে, ফের তারা সিং হয়ে ফিরছেন সানি দেওল
1 মিনিটে পড়ুন Updated: 26 Jan 2023, 01:33 PM ISTGadar 2 First Look: গদর ২-এর লুকে কালো পোশাক আর পাগড়িতে দেখা গেল ‘তারা’ সানিকে। গালভর্তি চাপ দাড়ি। দু-দশক পর এখন অনেকটা পরিণত তারা, তাঁর চোখের দৃপ্ত দৃষ্টি। হাতে বড় হাতুড়ি নিয়ে সে। ২০২৩ সালের ১১ অগস্ট মুক্তি সিনেমা হলে মুক্তি পাবে 'গদর ২'।
‘গদর ২’-এর প্রথম ঝলক নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন সানি দেওল