গল্প উপন্যাস থেকে ছবি হয়েছে একাধিকবার। কিন্তু কোনও গানের অ্যালবাম থেকে সিনেমা? এমন ঘটনা না মনে পড়লেও এবার সেটাই বাস্তব ঘটে গিয়েছে। রূপম ইসলাম এবং অমিত দত্ত কয়েক বছর আগে আমি নামক একটি অ্যালবাম এনেছিলেন। দারুণ জনপ্রিয় হয়েছিল সেই অ্যালবামের গান। এবার সেই গানগুলো থেকে তৈরি হল সিনেমা। আর সেই ভাবনা এসেছে পরিচালক অমর্ত্য ভট্টাচার্যের মাথায়।
আমি অ্যালবাম থেকে ছবি
২০২০ সালে মুক্তি পায় আমি অ্যালবামটি। বইমেলায় মুক্তি পেয়েছিল এই অ্যালবাম। তাও সিডি আকারে। এখানে অ্যাডমের সন্তান, বই চোর, আমি যাই, ইত্যাদির মতো জনপ্রিয় গান আছে। এবার রূপম ইসলামের এই অ্যালবাম থেকে তৈরি হয়েছে এই ছবি। ছবির নাম রাখা হয়েছে সন অব অ্যাডম।
আরও পড়ুন: ফাইনালে নিষ্প্রভ শামি, বিশ্বকাপে পরাজয়ের পর ইঙ্গিতবহ পোস্ট হাসিনের, নিশানায় কে?
আরও পড়ুন: ৯ দিনেই টাইগারের গর্জন তলানিতে, সোমবার মাত্র ৬ কোটি আয় সলমনের ছবির
কী নিয়ে তৈরি হয়েছে এই ছবিটি? ফুটে উঠবে কোন গল্প?
সন অব অ্যাডম আদতে একটি রূপক চরিত্র। গল্পে উঠে আসবে এক ব্যক্তি যে তার সারল্য এবং অভিজ্ঞতার দ্বন্দ্বে ভুগছে, বিভ্রান্ত হয়ে পড়ছে মাঝে মধ্যেই। এই অবস্থায় মানুষের আদিম অবস্থা থেকে সভ্যতায় কীভাবে আসে, সেটার জটিলতায় কীভাবে সে জড়িয়ে পড়ে সেটাই উঠে আসবে ছবিতে। আমি অ্যালবামের আটটি গানই থাকবে এই ছবিতে।