ফেডারেশনের উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্যশিবির। শনিবার টেকনিশিয়ান স্টুডিয়োর ভিতরেই এই স্বাস্থ্যশিবিরের আয়োজন করা হয়। শনিবার ও রবিবার সংগঠনের সভাপতি স্বরূপ বিশ্বাসের নেতৃত্বে দু’দিন ধরে চলবে এই স্বাস্থ্যপরীক্ষা। জানা যাচ্ছে, ফেডারেশনের অন্তর্গত ২৯টি গিল্ডের সদস্যদের নিয়ে এই শিবিরের আয়োজন করা হয়।
এদিন বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত হাজারেরও বেশি মানুষ শিবিরে গিয়ে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা করান। জানা যাচ্ছে, স্বরূপ বিশ্বাস নিজে দাঁড়িয়ে থেকে পুরো আয়োজনের তত্ত্বাবধান করেন। এই আয়োজনে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ডেপুটি মেয়র অতীন ঘোষ, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল সহ আরও অনেকে। এদিন কলাকুশলীদের অনেকেই যাঁরা যেতে পারেননি, তাঁরা রবিবার এই স্বাস্থ্যশিবিরে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন।
জানা যাচ্ছে, শহরের প্রথম সারির তিনটি বেসরকারি হাসপাতাল এই শিবিরের অংশ হয়েছিল। নামী চিকিৎসকেরা এদিন কলাকুশলীদের স্বাস্থ্যপরীক্ষা করেন। তাও আবার একেবারে বিনামূল্যে চিকিৎসা করানোর সুযোগ দেওয়া হয় তাঁদের। তবে এদিন এরই মধ্যে নতুন পরিচালক গিল্ডের সদস্যদের এখানে দেখা যায়নি। কানাঘুষো শোনা গেল তাঁরা নাকি এখানে ব্রাত্য!