বলিউড ডিরেক্টর ও কোরিওগ্রাফার ফারহা খান, যিনি তাঁর রাঁধুনি দিলীপের সঙ্গে হামেশাই আজকাল ভ্লগ বানিয়ে থাকেন, সম্প্রতি একসঙ্গে গিয়েছিলেন বেনারস ভ্রমণে। এর আগে ফারহা আর দিলীপকে একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন মলদ্বীপে। বেনারস ছিল দুজনের একসঙ্গে দ্বিতীয় ভ্রমণ।
ম্যানেজার কল্পেশ শর্মা সম্প্রতি গঙ্গা আরতিতে উপস্থিত ফারহা ও দিলীপের ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যায় যে, ঋষিকেশে গঙ্গা আরতি করছেন ফারহা খান।রবিবার কল্পেশ ইনস্টাগ্রামে ফারহা ও দিলীপের সঙ্গে নিজের ছবি পোস্ট করেন। প্রথম ছবিতে, ফারহাকে একটি ওড়না দিয়ে মাথা ঢেকে হাত জোড় করে বসে থাকতে দেখা যাচ্ছে, যেখানে তিনি গঙ্গা আরতির মধ্যে ডুবে গিয়েছেন। দিলীপ ও কল্পেশ তাঁর ঠিক পিছনেই বসেছিলেন। আরেকটি ছবিতে ফারহাকে গঙ্গা আরতি করতে দেখা গিয়েছে।
এই পোস্টে শুভেচ্ছায় ভরিয়েছেন নেটপাড়া। ফারহা নিজে মুসলিম হয়েও যেভাবে হিন্দু ধর্মের সম্মান করছেন, তাতে সর্বধর্ম সমন্বয়ের বার্তা যাচ্ছে বলেই মত সোশ্যাল মিডিয়ার। একজন লেখেন, ‘দেখেও ভালো লাগছে।’ আরেকজনের মত, ‘এটাই আসল ভারতবর্ষ। সবাই আমরা সমান। বৃথা লোক মারামারি করছে।’ যদিও কেউ কেউ, ধর্ম টেনে কটাক্ষ করলেন এই পোস্টে।
এমনকী ম্যানেজারের এই পোস্টে মন্তব্য করেছেন ফারহা খান নিজেও। লেখেন, ‘এটা সত্যিই একটি যাদুকরী অভিজ্ঞতা ছিল। আপনার সমস্ত প্রার্থনা পূরণ হোক।’ ফারহা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হৃষিকেশ ভ্রমণের একটি ছোট্ট ভিডিয়ো পোস্ট করে লেখেন, ‘প্রথমবার ঋষিকেশ এবং কী দারুণ অভিজ্ঞতা!’
ইউটিউবের দুনিয়ায় ফারহার মতো সমান জনপ্রিয়তা পেয়েছেন দিলীপও। এমনকী, শাহরুখ খান থেকে শুরু করে বোমন ইরানি, বড়বড় তারকাদের বাড়িতে গিয়ে ভিডিয়ো বানিয়েছেন রান্নার।