বহু তারকাই আজকাল ডিম্বামু সংরক্ষণের পথে হাঁটছেন। এক সাক্ষাৎকারে জনপ্রিয় বলিউড অভিনেত্রীও জানালেন ২০১৭ সালে তিনি তাঁর ডিম্বানু সংরক্ষণ করেছিলেন। বর্তমানে তাঁর সঙ্গে স্প্যানিশ ব্যবসায়ী ম্যানুয়েল ক্যাম্পোস গুয়ালারের প্রেম চলছে জমিয়ে। এক সাক্ষাৎকারে তাঁর প্রেম, বিয়ে ও সন্তান নিয়েও বললেন কথা। ছোটবেলার ছবি দেখে পারলেন নাকি চিনতে?
এই অভিনেত্রী এষা গুপ্তা। বলিউডে হাতে গোনা ছবিতে কাজ করলেও, সেক্স অ্যাপিলের জন্য বিশেষভাবে পরিচিত ভক্তদের মধ্যে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এষাকে বলতে শোনা গেল, ‘আমি ম্যানুয়েলের সঙ্গে দেখা হওয়ার আগে ২০১৭ সালে আমার ডিম্বানু সংরক্ষণ করেছিলাম। আমি খুব স্মার্ট ছিলাম। ম্যানুয়েলের সঙ্গে দেখা হওয়ার আগে (২০১৯ সালে) আমি প্রায় সাড়ে তিন বছর সিঙ্গেল ছিলাম। দৈবক্রমে ওর সঙ্গে আমার দেখা হয়, তখন থেকেই আমরা দুজনেই জানতাম যে আমরা ডেটিং করছি না, সম্পর্কে জড়াচ্ছি। আমরা খুব স্পষ্ট ছিলাম যে যদি আমাদের মধ্যে সব ঠিকঠাক থাকে, তাহলে আমরা বিয়ে করব। আমরা বিয়ে করতে চাই; আমরা সন্তান নিতে চাই। আমি বরাবরই বাচ্চা ভালোবাসি। ম্যানুয়েল সেটা জানে; তিনিও প্রস্তুত (বাবা হওয়ার জন্য)।’
আরও পড়ুন: ফুলশয্যা হতেই এক্কেবারে বদলে গেল আদৃত, কৌশাম্বি ছবি দিয়ে লিখলেন, ‘বড্ড ব্যস্ত’
এষা এরপর নিজের বক্তব্য আরও যোগ করেন, ‘আমি সেই সময়ে ডিম্বানু সংরক্ষণ করছিলাম যখন, ভারতে তা ছিল প্রচণ্ড ব্যয়বহুল। তবে আমি নিশ্চিত ছিলাম যে, এটুকু করা যেতেই পারে। এগুলো আমার সন্তান। আমি আমার সাধ্যমত করে এগুলো হিমায়িত করব। আমি যদি অভিনেতা না হতাম তবে আমার ইতিমধ্যে ৩টি বাচ্চা থাকত। ছোট থেকেই আমি সন্তান চেয়েছি। তাই আমি সিওর, আমার ৩টে বাচ্চা থাকত। ম্যানুয়েলের সারোগেসি নিয়ে কোনও সমস্যা নেই। এমনকী দত্তক নিতে চাইলেও ও রাজি। তাই আমি নিশ্চিত, বিয়ের পর কোনও সমস্যাই হবে না। আমি তো ম্যানুয়েলকে বলি মাঝে মাঝে আমি চাই চোখ তোমার মতো হোক, আর গায়ের রং আমার মতো। শুধুমাত্র বাচ্চার জন্যই আমি বিয়ে করব।’
আরও পড়ুন: ‘অনেক টাকা দিয়ে…’, লাইভ কনসার্টে ফোটো-ভিডিয়ো তোলায় আপত্তি, কী করলেন অঞ্জন দত্ত
আরও পড়ুন: ‘মেয়ের সামনে বিকৃত যৌন কাজকর্ম…’, একা মায়ের লড়াই, অকপট শোভনের ‘সহবাস-সঙ্গী’ বৈশাখী
এষার এক আত্মীয়ই তাঁকে দিয়েছিলেন এই ডিম্বানু সংরক্ষণের পরামর্শ। স্বাস্থ্য ভালো থাকতে থাকতেই, তা করে নিয়েছেন জন্নত ২ (২০১২) অভিনেত্রী। এষা জানান, তাঁরা বিয়ের পর সারোগেসির মাধ্যমে সন্তান ধারণ করবেন। তবে সবটাই নির্ভর করবে, তাঁরা কখন বিয়ে করবেন আর শরীরের কী অবস্থা থাকবে সেটা। প্রায় ৫ বছর একসঙ্গে রয়েছে এশা আর ম্যানুয়েল।