
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
ইমরান হাশমির ছবি মানেই ৯০ দশকের ছেলে মেয়েদের কাছে এক অতি গোপন বিষয়। বড়দের সঙ্গে তো একেবারেই দেখা যাবে না। লুকিয়ে দেখতে হবে। কেন? ছবিতে ভর্তি চুম্বন দৃশ্য, ঘনিষ্ট মুহূর্ত ইত্যাদি। বলিউডের কিসার বয় তাঁর অভিনয়, লুকস এবং চুমুর পারদর্শিতা দিয়ে বহু মানুষের মন জিতেছেন। এবার সেই বিষয়ে নিজে কী বললেন?
ইমরান হাশমিকে আগামীতে করণ জোহর প্রযোজিত সিরিজ শোটাইমে দেখা যাবে। তাঁর চরিত্রটি ধূসর বর্ণের। সদ্যই প্রকাশ্যে এসেছে এই ওয়েব সিরিজের টিজার। সেখানেই একটি মজার কথোপকথনে যোগ দিতে দেখা যায় মৌনি রায়, ইমরান হাশমি, শ্রিয়া শরণ প্রমুখকে।
এই ইভেন্টে করণ জোহর ইমরান হাশমিকে জিজ্ঞেস করেন তাঁর বিষয়ে এমন কোন গুজব আছে যা তিনি নস্যাৎ করতে চান। এর উত্তরে অভিনেতা বলেন, 'সবাই ভাবে আমি ভালো চুমু খাই। কিন্তু সেটা নয়। আমি সেরা চুমু খাই।' তাঁর এই উত্তর শুনে উপস্থিত সকলেই হাসিতে ফেটে পড়েন।
এই সিরিজে ইমরান হাশমিকে একজন প্রযোজকের ভূমিকায় দেখা যাবে যাঁর সঙ্গে এই ইন্ডাস্ট্রিতে আসা এক নতুনের সঙ্গে সংঘাত বাঁধবে। রাজীব খান্ডেলওয়ালকে এখানে একজন সুপারস্টারের চরিত্রে দেখা যেতে চলেছে। মৌনি রায় হয়েছেন ইমরান হাশমির স্ত্রী। তিনি ভীষণ গ্ল্যামারাস। নাসিরউদ্দিন শাহকে দেখা যাবে একটি ফিল্ম স্টুডিয়োর কর্ণধার হিসেবে। আগামী ৮ মার্চ মুক্তি পাচ্ছে এই ওয়েব সিরিজটি।
প্রসঙ্গত টাইগার ৩ ছবিতে শেষবার ইমরান হাশমিকে দেখা গিয়েছিল। সেখানে তিনি খলনায়কের ভূমিকায় ধরা দিয়েছিলেন। এছাড়া তাঁর এবং অক্ষয় কুমার অভিনীত সেলফি ছবিটিও গত বছরই মুক্তি পেয়েছে।
৳7,777 IPL 2025 Sports Bonus