ফের চর্চায় 'বিগ বস ওটিটি ২' তারকা এলভিশ যাদব। বিগ বসের ঘর থেকে বেরিয়ে একের পর এক কাণ্ড ঘটিয়ে শিরোনামে এসেছেন এই 'বিগ বস ওটিটি ২' জয়ী। গত বছরই ইউটিউবার এলভিশের বিরুদ্ধে বিষাক্ত সাপ পাচার এবং অবৈধভাবে রেভ পার্টির আয়োজন করার অভিযোগ উঠেছিল। এমনকী পুলিশের হাতে আটক হয়েছিলেন তিনি। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রেস্তোরাঁয় এক ব্যক্তিকে চড় মারার অভিযোগে শিরোনামে উঠে এলেন এলভিশ।
সম্প্রতি জয়পুরের এক রেস্তোরাঁয় এক ব্যক্তিকে চড় মারেন এলভিশ। সেই ভিডিয়োই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এর জেরে আইনি বিপাকে পড়েছেন 'বিগ বস ওটিটি ২' জয়ী এলভিশ। আরও পড়ুন: করণ, মালাইকা থেকে অনন্যা, নেহা-অঙ্গদের নতুন বাড়ির গৃহপ্রবেশে হাজির কোন কোন সেলেব
একাধিক মিডিয়া রিপোর্ট অনুসারে, জয়পুরের একটি রেস্তোরাঁয় ২৬ বছর বয়সী এলভিশ যাদব এক ব্যক্তিকে চড় মারেন। অজ্ঞাত ব্যক্তি এলভিশের পরিবার সম্পর্কে কোনও মন্তব্য করেছিলেন, যার পরেই রেগে গিয়ে তাঁকে চড় মারেন 'বিগ বস ওটিটি ২' তারকা। এরপরই এলভিশকে ধরে রাখেন তাঁর বন্ধুরা। উপস্থিত সিকিউরিটিরা সেখান থেকে বাইরে বের করে দেন তাঁদের। এলভিশের এক ফ্য়ান পেজ থেকে সেই ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।