একাধিক মিডিয়া রিপোর্ট অনুসারে, জয়পুরের একটি রেস্তোরাঁয় ২৬ বছর বয়সী এলভিশ যাদব এক ব্যক্তিকে চড় মারেন। অজ্ঞাত ব্যক্তি এলভিশের পরিবার সম্পর্কে কোনও মন্তব্য করেছিলেন, যার পরেই রেগে গিয়ে তাঁকে চড় মারেন 'বিগ বস ওটিটি ২' তারকা। এরপরই এলভিশকে ধরে রাখেন তাঁর বন্ধুরা। উপস্থিত সিকিউরিটিরা সেখান থেকে বাইরে বের করে দেন তাঁদের। এলভিশের এক ফ্য়ান পেজ থেকে সেই ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।