ভিকি যা বলেছেন, তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘মানুষ রক্তের সম্পর্ক ভাই হয় কিন্তু আমরা লেবু ভাই হয়ে গিয়েছিলাম। আমরা প্রেমে পড়েছিলাম। কয়েকবার ও(ভিকি) এমনও বলেছে যে আমি ক্যাটরিনা কাইফকে খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলেছি না হলে আমি তোমাকে বিয়ে করতাম’।
শাহরুখ-ভিকি-ক্যাটরিনা
সামনেই 'ডাঙ্কি'র মুক্তি। বড়দিনের ঠিক আগে ২১ ডিসেম্বর আসছে Dunki। আপাতত তাই এই ছবি নিয়েই চর্চা তুঙ্গে। আর হবে নাই বা কেন, শাহরুখের ছবি বলে কথা! তার উপর আবার এই ছবিতে উপরি পাওনা তাপসী পন্নু এবং ভিকি কৌশল। এই ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে ভিকির সঙ্গে বেশ বন্ধুত্ব তৈরি হয়েছে কিং খান শাহরুখের। আর সাম্প্রতিক এক অনুষ্ঠানে সেকথাই খোলসা করেছেন খোদ 'বাদশা'।
সে তো না হয় হল, কিন্তু শাহরুখ ভিকিকে নিয়ে যা বলেছেন সেকথা শুনলে চমকে যেতে হয়। আসলে ভারতীয় সিনেমার সেরা রোমান্টিক হিরো শাহরুখের প্রেমে কে-না পড়েন! তা বলে ভিকিও!
হ্য়াঁ, ঠিকই শুনছেন। সোমবার, 'ডাঙ্কি'র নির্মাতারা তাঁদের ইউটিউব চ্যানেলে একটা মজাদার নতুন ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে, শাহরুখকে তাপসী পন্নু এবং রাজকুমার হিরানির সঙ্গে ডাঙ্কি নিয়ে কথা বলতে দেখা গিয়েছে। শাহরুখ ছবিতে 'ক্লাসরুমের দৃশ্য' শুটিংয়ের এক ঘটনা শেয়ার করেছেন। শাহরুখ বলেন, 'ক্লাসরুম কে জো দৃশ্য হ্যায়... ইসকে আন্দের এক আইসা দৃশ্য হ্যায় জাহা ম্যায় নিম্বু ভাই বান চুকা হু ভিকি কৌশল কা। লগ রক্তকা ভাই বন্তে হ্যায়, ম্যায় নিম্বু ভাই বান চুকা হু। বহুত প্রেম হো চুকা হ্যায়। এক দো বার তো উসনে মুঝে ফোন কর কে ভি বোলা কি ‘ক্যাটরিনা সে ম্যায় জলদি শাদি কর লি... আগর শাদি না কি হোতি তো ম্যায় আপ সে কর লেতা!’