অপেক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে এল শাহরুখ খানের আসন্ন ছবি ডঙ্কির ট্রেলার। মঙ্গলবার ৫ ডিসেম্বর মুক্তি পেল ডঙ্কি ছবির ট্রেলার। এর আগে ইতিমধ্যেই এই ছবির টিজার সহ দুটি গান প্রকাশ্যে এসেছে। এবার প্রথম ঝলক মিলল ছবির। ছবির ট্রেলারে দেখা মিলল শাহরুখ ছাড়াও তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, প্রমুখর।
প্রকাশ্যে ডঙ্কি ছবির ট্রেলার
ডঙ্কি ছবিতে দেখা যাবে হার্ডি এবং তাঁর চার বন্ধুর গল্প, যাঁরা তাঁদের স্বপ্ন পূরণ করার জন্য লন্ডন যেতে চান। কিন্তু তাঁদের পথের কাঁটা একটাই, ইংলিশ। তাঁরা কেউ ইংরেজি জানেন না, এদিকে বিদেশ যেতে চান। ওদেশে গিয়ে কোন ভাষায় কথা বলবেন, কী করে থাকবেন এই ভেবে তাঁদের ভিসা দেওয়া হয় না। এদিকে লন্ডন তো চার বন্ধু যাবেই। কিন্তু কীভাবে? সোজা পথে না হলে মানুষ যেভাবে যায়, ঘুর পথে। সেখানেই মিশে গিয়েছে অ্যাকশন, গোলা, বারুদ। আর সঙ্গে আছে টাইম ট্রাভেল। ফলে গোটা ছবি যুয়ে বন্ধুদের স্বপ্ন সফল করতে গিয়ে যে বাধার মুখে পড়তে হবে সেটার আন্দাজ তো পাওয়া যাচ্ছে ট্রেলার থেকে, সঙ্গে মিলল দেশাত্মোবোধের ছোঁয়াও।
আরও পড়ুন: 'সঠিক সময়' হলেই শাহরুখকে ডাকবেন কফির আড্ডায়! করণ বললেন, 'ওর যখন বলার হবে তখনই...'