Dunki Drop 3: অরিজিতের গাওয়া ‘লুট পুট গায়া’ ফিরছে ভক্তদের মুখে মুখে। ডিসেম্বরের প্রথম দিনই ডাঙ্কির নতুন গান প্রকাশ্যে আনলেন শাহরুখ।
প্রকাশ্যে ডাঙ্কির নতুন গান
সেই ‘ইয়ে দিল দিওয়ানা’ থেকে শুরু এই জুটির সফর। হালে শাহরুখের লিপে অরিজিৎ-এর গান নিয় অধিক চর্চা হলেও সোনু নিগম-শাহরুখ জুটির কথা কিন্তু ভুলে গেলে চলবে না! ‘কাল হো না হো’ থেকে ‘সূরজ হুয়া মধ্যম’ শাহরুখের হয়ে কখনও জীবনমুখী আবার কখনও পুরোদস্তুর রোম্যান্টিক ট্র্যাক গেয়েছেন বাংলার জামাই সোনু।
শুক্রবার, ১লা ডিসেম্বর ‘ডাঙ্কি’র দ্বিতীয় গান প্রকাশ্যে আনলেন শাহরুখ। অর্থাৎ রিলিজ মাস পড়তে না পড়তেই ‘ডাঙ্কি ফিবার অন' বাদশা ভক্তদের। আগাম কোনও বার্তা দিয়েই এদিন ফ্যানেদের চমকে দিলেন শাহরুখ। সোনুর গাওয়া এই জীবনমুখী গানটি হল- ‘নিকলে থে কভি হাম ঘরসে’ (Nikle The Kabhi Hum Ghar Se)। সঙ্গে জানালেন এটা তাঁর সবচেয়ে প্রিয় গান ডাঙ্কি ছবির।