Arijit Singh Fees: এখনও ঘোরেন স্কুটি চেপে, বিয়েবাড়ি বা অনুষ্ঠানে গান গাইতে কত কোটি নেন অরিজিৎ? Updated: 12 Oct 2023, 10:21 PM IST Tulika Samadder অরিজিতের গান যেমন প্রেমে পড়ায়, তেমন ভাঙা হৃদয়ে মলমও দেয়। এত খ্যাতি থাকা সত্ত্বেও, বাহুল্যহীন জীবনই পছন্দ করেন তিনি। আর তাঁর এই স্বভাবের কারণেই, তাঁকে আরও ভালোবাসেন অনুরাগীরা।