
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
১৯৯৪ সাল। বক্স অফিসে মুক্তি পেয়েছিল সলমন খান এবং অমির খান অভিনীত কমেডি ছবি ‘আন্দাজ আপনা আপনা’। এখনও এই ছবিটি দেখতে দর্শকেরা বেশ পছন্দ করেন। কিন্তু সেই সময় বক্স অফিসে তেমন একটা ফল করতে পারেনি এই ছবি। ফলে মাত্র দুই সপ্তাহের মধ্যেই প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ছবিটিকে। ছবিটি ফ্লপ হওয়ার পেছনে রয়েছে বড় কারণ, সেই নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন পরিচালক রাজকুমার সন্তোষী।
'ম্যায়নে প্যার কিয়া' ছবির সাফল্যের পর আমির খানের সঙ্গে 'আন্দাজ আপনা আপনা' ছবিতে দেখা গিয়েছিল সলমনকে। এই ছবিটি সে সময় বক্স অফিসে বিশেষ কিছু দেখাতে না পারলেও টিভিতে আসার পর ছবিটি ব্যাপক সাফল্য অর্জন করে। বেশ সাড়া ফেলেছিল। আমির-সলমনের রসায়নও বেশ প্রশংসিত হয়েছিল। ছবি ফ্লপ হওয়ার পিছনে রয়েছে বিশেষ কারণ, কেন ছবির সিক্যুয়েল নিয়ে কেউ মাথা ঘামাননি, একটি সাক্ষাত্কারে নিজেই মুখ খুলেছেন ছবির পরিচালক।
আরও পড়ুন: হৃতিকের দুই ছেলের সঙ্গে কেমন সম্পর্ক সাবার? কোথায় 'ডেটে' গিয়েছিলেন চারজন
ছবির পরিচালক রাজকুমার সন্তোষী একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ছবিটির ফ্লপ হওয়ার কারণ সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছেন, ‘মানুষ এই ছবিটি লক্ষ্য করেনি। সে সময় সলমন খান ম্যায়নে প্যায়ার কিয়ার মতো রোম্যান্টিক হিট ছবি দিয়েছিলেন এবং তাঁর ইমেজ ছিল রোম্যান্টিক নায়ক হিসেবে। সম্ভবত এই ছবিটি বুঝতে মানুষের সময় লেগেছে এবং ততক্ষণে ছবিটি পর্দা থেকে সরে এসেছে। কারণ রোম্যান্টিক হিরো হিসেবে সলমনকে দেখেছিল দর্শক’।
আরও পড়ুন: উরফির দিকে এ কেমন দৃষ্টি জিনাতের, পোশাক নিয়ে কি খুশি নন? ভাইরাল হল ছবি
পরিচালক আরও বলেছেন, ‘ছবি মুক্তির সময় ছবির তারকারা মুম্বইয়ের বাইরে অন্যান্য ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন। এখন ছবির তারকারা প্রোমোশনে অনেক সময় দেন। আমরা ঠিক মতো ছবির প্রচার করতে পারিনি, এমনকি ছবিটিকে মানুষের কাছেও পৌঁছে দিতে ব্যর্থ হয়েছি। যার কারণে আমাদেরও পরিবেশকদের বিরক্তির মুখে পড়তে হয়েছিল’।
এর সিক্যুয়াল নিয়ে কথা বলতে গিয়ে সন্তোষী বলেছেন, ‘রিমেক হিসেবে কিছু করার মতো সুযোগ নেই। ছবিটি আজও দর্শকের কাছে তাজা। এমন এভারগ্রিন ছবির রিমেক করার চেষ্টা করলে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এমন ছবি আবার বানানো সম্ভব নয়’।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports