প্রয়াত পরিচালক, নাট্য ব্যক্তিত্ব গৌতম হালদার। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। পরিচালকের পরিবারের তরফে জানানো হয়েছে, শুক্রবার হঠাৎই তিনি অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে রাস্তাতেই মৃত্যু হয় পরিচালকের।
পরিচালক গৌতম হালদারের হাত ধরেই বড় পর্দায় পা রেখেছিলেন বিদ্যা বালান। গৌতম হালদারের ‘ভালো থেকো’ ছবিতে অভিনয় করেছিলেন বিদ্যা। এছাড়াও ‘ভালো থেকো’ ছবিতে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, দেবশঙ্কর হালদারের মতো অভিনেতারাও। ২০০৩ সালে মুক্তি পেয়েছিল ‘ভালো থেকো’। ছবিটি সেরা সিনেমাটোগ্রাফি ও অডিওগ্রাফির জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিল। পরে ২০১৯ সালে মুক্তি পেয়েছিল গৌতম হালদার পরিচালিত ছবি নির্বাণ, যেখানে মুখ্য় ভূমিকায় ছিলেন রাখী গুলজার।
আরও পড়ুন-একফালি কাপড় গায়ে একগলা জলে ডুব, সোহিনী বলছেন, 'তাকে খুব কাছে যেই পাই......'
আরও পড়ুন-অ্যাটলি 'জওয়ান-২' আনার স্বপ্ন দেখছেন! তবে 'না' বলে দিলেন শাহরুখ! কিন্তু কেন?
আরও পড়ুন-রেভ পার্টিতে সাপ ও সাপের বিষ সরবরাহের অভিযোগ, কাঠগড়ায় Bigg Boss OTT বিজেতা এলভিশ

ভালো থেকো
তবে শুধু সিনেমা পরিচালনাই নয় নাট্য ব্যক্তিত্ব হিসাবেও বিশেষ খ্যাতি ছিল গৌতম হালদারের। প্রায়৮০টি নাটকের নির্দেশনা দিয়েছিলেন তিনি। সম্প্রতি তাঁর নির্দেশনায় হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের 'রক্তকরবী' যেখানে নন্দিনীর ভূমিকায় অভিনয় করেছিলেন চৈতি ঘোষাল।
পরিচালক গৌতম হালদারের মৃত্যুর খবরে চৈতি ঘোষাল বলেন, ‘এখনও বিশ্বাস করতে পারছি না গৌতমদা নেই। উনি আমার শিক্ষক। গৌতমদা বলতেন রক্তকরবী নানান দলের সঙ্গে হতে পারে, তবে নন্দনী একমাত্র তুমিই। এই কথাটা আমার কাছে বড় পাওনা। আমি শোকস্তব্ধ। গৌতমদার তাগিদের রক্তকরবী করেছি। সামনেও একাধিক শো আছে, দিশেহারা লাগছে।’