
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
গায়ে জড়ানো একফালি কালো কাপড়, তাতে দৃশ্যমান কালো অন্তর্বাসের স্ট্র্যাপ, একগলা জলে ডুব দিলেন সোহিনী। কাচের মতো স্বচ্ছ জলে নিচ পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। এমনই একটুকরো ছবি দিয়ে সোহিনী লিখেছেন, ‘তাকে খুব কাছে যেই পাই......’।
সোহিনী সরকারের এমন পোস্ট ঘিরেই নেটপাড়ায় হইচই। তা কাকে খুব কাছ থেকে পাওয়ার কথা বলেছেন সোহিনী? এর উত্তর এখন অনেকেরই কমবেশি জানা। কারণ, মাত্র ১দিন আগেই সোহিনীর প্রতি শোভনের প্রেমের ইস্তেহার অনেকেরই চোখে পড়েছিল। যদিও গায়ক শোভন গঙ্গোপাধ্যায় সোহিনীর সঙ্গে ছবি পোস্ট করার কিছুক্ষণ পরেই তা ডিলিট করে দেন। তবে ততক্ষণে সেই ছবিগুলি দেখে ফেলেছেন অনেকেই। কী ছিল সেই পোস্টে?
সোহিনীর সঙ্গে বেড়াতে যাওয়ার ছবি দিয়ে শোভন লিখেছিলেন, ‘শেষ সবকিছু তোমার জন্য তোলা থাকল।’ ছবিতে শোভনের কাঁধে মাথা রাখতে দেখা গিয়েছিল সোহিনী সরকারকে। বোঝাই যাচ্ছিল সেগুলো তাঁদের একান্তে কোথাও বেড়াতে যাওয়ার ছবি। এদিকে তার ঠিক পরেই একগলা জলে ডুবে ছবি পোস্ট করলেন সোহিনী। যা দেখে নেটাপাড়ার কেউ কেউ মজা করে বলছেন, ‘এ তো প্রেমের জলে ডুব! হাবুডুবু অবস্থা!’ কেউ আবার সোহিনীকে 'জলপরী'র তকমা দিয়েছেন।
আরও পড়ুন-৭ ডিসেম্বর বিয়ে, শুরু হয়ে গেল সন্দীপ্তার আইবুড়োভাত পর্ব, কী ছিল মেনুতে?
আরও পড়ুন-শোভনের কাঁধে মাথা রেখে একান্তে প্রেমমাখা ছবি, নতুন সম্পর্কের কথা গোপন থাকল না সোহিনীর
শোভনের প্রেমের ইস্তেহার
এদিকে বেশ কয়েকমাস ধরেই টলিপাড়ায় শোভন-সোহিনী সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে প্রকাশ্যে কেউ কোনও কথাই বলেননি। আর এবার সেই সম্পর্কেই একপ্রকার সিলমোহর পড়েছে! এর আগেও বেড়াতে যাওয়ার বেশকিছু ছবি পোস্ট করেছিলেন গায়ক শোভন। তবে তাতে তাঁর সঙ্গে সোহিনীই ছিলেন কিনা তা স্পষ্ট ছিল না। তবে বৃহস্পতিবার শোভনের সেই পোস্ট দেখে স্পষ্ট হয়ে যায় যে সেদিন শোভনের পাশে আলো-আঁধারি ছায়ায় সোহিনীই ছিলেন।
এর আগে গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে প্রেম ভাঙার পর টেলি অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে সম্পর্কে ছিলেন শোভন গঙ্গোপাধ্যায়। তবে সেই সম্পর্কও ভেঙে যায়। এদিকে এর আগে সোহিনীর সঙ্গে অভিনেতা রণজয় বিষ্ণুর সম্পর্কও ভেঙেছে খুব বেশিদিন হয়নি। আর তার কিছুদিন যেতে না যেতেই এবার কাছাকাছি এসেছেন শোভন-সোহিনী।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports