সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল দিলজিৎ দোসাঁঝের আরও একটি কনসার্ট। পুনের সেই কনসার্টে যোগ দিয়েছিলেন নিমরত কৌর। সাক্ষী থেকেছেন সহকর্মীর শোয়ের। কিন্তু ঘুণাক্ষরেও তিনি সেই কথা আগে থেকে জানতে দেননি দিলজিৎকে। কিন্তু শোয়ের ছবি, ভিডিয়ো পোস্ট করতেই কী বললেন গায়ক?
আরও পড়ুন: শোতে গিয়ে ইমন - সোমলতার সাক্ষাৎকার নেওয়া হলেও উপেক্ষিত থাকেন উজ্জয়িনী! প্রতিবাদে সরব লগ্নজিতা
আরও পড়ুন: 'সপ্তাহে একদিন...' ৭ ফুট লম্বা চুল! দিদি নম্বর ওয়ানে হাসপাতাল সামলে রূপচর্চার রহস্য ফাঁস নার্সের
দিলজিতের শোতে নিমরত
দিলজিতের কনসার্টে গিয়ে যে নিমরত কৌর দারুণ মজা করেছিলেন সেটা তাঁর পোস্টের দিকে নজর রাখলেই বেশ বোঝা যাচ্ছে। একদিকে মঞ্চে যখন দিলজিৎ দোসাঁঝ তাঁর একের পর এক হিট গান গেয়ে যাচ্ছিলেন তখন দর্শকাশন থেকেই সেই গান গেয়ে গলা মেলাচ্ছিলেন নিমরত। শুধু তাই নয়, বাকি দর্শকদের সঙ্গে অভিনেত্রীকে এদিন মন খুলে নাচতেও দেখা যায়। ভাইব, কিন্নি কিন্নি, লেমনেড, ন্যায়না, ইত্যাদি গান গান দিলজিৎ দোসাঁঝ। বাদ দেননি ভুল ভুলাইয়ার টাইটেল ট্র্যাক গাইতে।
এদিন নিমরত কৌরকে এদিনের অনুষ্ঠানের সিকিউরিটি গার্ডের সঙ্গেও ছবি তুলতে দেখা গিয়েছে। এই ছবিগুলো পোস্ট করে অভিনেত্রী দিলজিৎ দোসাঁঝের একটি গানের লাইন লেখেন ক্যাপশনে, 'হোনা এর নি ম্যায় রিকভার।' সঙ্গে ট্রফি, হৃদয় এবং অন্যান্য ইমোজি দেন।
কী বললেন দিলজিৎ?
নিমরত কৌর তাঁর শো দেখতে এসেছেন জানতেনই না দিলজিৎ। পরে নিমরত যখন তাঁর পোস্টে গায়ককে মেনসন করে লেখেন, 'এক কথায় বললে আমার দেখা এবং যাওয়া সেরার সেরা কনসার্ট। দিলজিৎ দোসাঁঝ তোমার সমকক্ষ আর কেউ নেই। ওয়াহে গুরু সবসময় তোমার সহায় থাকুন', তখন বিষয়টা জানতে পারেন তিনি। আর জবাবে লেখেন, 'তুমি এসেছিলে? তোমার তো স্টেজে আসা উচিত ছিল তাহলে।' গায়কের কথার জবাবে নিমরত বলেন, 'স্টেজ এবং স্পটলাইট দুটোই তোমার, খালি তোমারই। আমি খুব লাকি যে আমি ফাইনালি তোমার লাইভ দেখতে পেলাম। ধন্যবাদ এত ভালো কনসার্টের জন্য।'
আরও পড়ুন: 'আরও একটা পরিবারকে ছাড়ার পালা', হঠাৎ আবেগঘন পোস্টে কেন এমন লিখলেন কাজল?
এই বিষয়ে বলে রাখা ভালো বিগত কয়েকদিন ধরে কানাঘুষোয় শোনা যাচ্ছিল যে নিমরত কৌর অভিষেক বচ্চনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। আর সেই কারণেই দূরত্ব বেড়েছে অভিষেক ঐশ্বর্যর। যদিও অমিতাভ বচ্চন তাঁর একটি ব্লগে জানিয়েছেন এসব নিছক গুজব ছাড়া কিছুই নয়। প্রসঙ্গত নিমরত এদিন দিলজিৎ দোসাঁঝের কনসার্টে সাদা ক্রপ টপ এবং ছাপার লাল সাদা শার্ট পরে এসেছিলেন জিন্সের সঙ্গে। পায়ে ছিল স্নিকার।