আসছে কাজলের নতুন ছবি। আর সেই ছবির শ্যুটিং শেষ করে এদিন তিনি একাধিক ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। একই সঙ্গে আবেগঘন পোস্ট লিখলেন সহকর্মীদের উদ্দেশ্যে। দিলেন যিশু সেনগুপ্তর উদ্দেশ্যে বিশেষ বার্তাও।
আরও পড়ুন: শোতে গিয়ে ইমন - সোমলতার সাক্ষাৎকার নেওয়া হলেও উপেক্ষিত থাকেন উজ্জয়িনী! প্রতিবাদে সরব লগ্নজিতা
আরও পড়ুন: 'সপ্তাহে একদিন...' ৭ ফুট লম্বা চুল! দিদি নম্বর ওয়ানে হাসপাতাল সামলে রূপচর্চার রহস্য ফাঁস নার্সের
কী লিখলেন কাজল?
কাজল এদিন সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে প্রথম ছবিতে তাঁকে তাঁর ছবির গোটা টিমের সঙ্গে দেখা যাচ্ছে। অভিনেত্রীর পরনে শার্ট এবং কালো প্যান্ট। কেক কাটতে এবং তারপর একে অন্যকে সেই কেক খাইয়ে দিতেও দেখা যায় তাঁদের।
এই ছবিগুলো পোস্ট করে কাজল এদিন লেখেন, 'অ্যান্ড, ইটস র্যাপ। আরও একটা প্রজেক্ট শেষ হল। আরও একটা পরিবার বিয়োগ হবে। আরও একটা ম্যারাথন শেষ হল। আমি এই মানুষগুলোরবাছে খুব কৃতজ্ঞ এত সুন্দর এবং দুর্দান্ত অভিজ্ঞতা দেওয়ার জন্য যিশু সেনগুপ্ত, নিরঞ্জন, বানি আন্টি তোমাদের সবাইকে খুব মিস করলাম। তোমরাও কেক কাটা মিস করলে। ছবিও। কিন্তু আমরা একে অন্যকে আরও বেশি মিস করবো। আমাদের আবার জলদিই দেখা হবে।'
এদিন এই পোস্ট শেয়ার করতেই অনেকেই কাজলের পোস্টে মন্তব্য করেছেন। তাঁর অনুরাগীরা জানিয়েছেন অভিনেত্রীর নতুন ছবি, নতুন কাজ আসছে জেনে তাঁরা দারুণ খুশি। যদিও কোথায় শ্যুটিং হয়েছে, কোন প্রজেক্টের জন্য শ্যুটিং হয়েছে সেসব মোটেই জানাননি অভিনেত্রী তাঁর পোস্টে।
প্রসঙ্গত কাজল অভিনীত করণ অর্জুন ছবিটি কিছুদিন আগেই আবারও বড় পর্দায় পুনরায় মুক্তি পেয়েছে। সেই ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ছবিটিতে তাঁর সঙ্গে ছিলেন শাহরুখ খান, সলমন খান, ওমরিশ পুরী, মমতা কুলকার্নি, প্রমুখ। দুই ভাইকে ঘিরে আবর্তিত হয়েছিল এই ছবির গল্প যাঁরা পুনর্জন্ম লাভ করেছিলেন।
কাজলের অন্যান্য কাজ
কাজলকে শেষবার দো পাত্তি সিরিজে দেখা গিয়েছিল। সেখানে তাঁর সঙ্গে ছিলেন কৃতি শ্যানন, শাহির। এই সিরিজটির প্রযোজনা করেছেন কৃতি। আগামীতে কাজলকে মহারাগনি: কুইন্স অব কুইন্সে দেখা যাবে। এটি একটি থ্রিলার। পরিচালনা করেছেন চরণ তেজ উপ্পালাপতি। সেখানে তাঁর সঙ্গে প্রভু দেবা, নাসিরউদ্দিন শাহ, যিশু সেনগুপ্ত থাকবেন। এছাড়াও থাকবেন আদিত্য শীল, প্রমোদ পাঠক।