বাংলা নিউজ > বায়োস্কোপ > Didi No 1: প্রেমে পড়লেই ঝামেলায় পড়েন ঐন্দ্রিলা! দিদি নম্বর ওয়ানে মিলির পাপড়ি বললেন, 'আসলে আমি কাউকে...'
পরবর্তী খবর
Didi No 1: প্রেমে পড়লেই ঝামেলায় পড়েন ঐন্দ্রিলা! দিদি নম্বর ওয়ানে মিলির পাপড়ি বললেন, 'আসলে আমি কাউকে...'
1 মিনিটে পড়ুন Updated: 12 Feb 2024, 03:45 PM ISTSubhasmita Kanji
Didi No 1: মিলি ধারাবাহিকে নায়িকাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে পাপড়ি ওরফে ঐন্দ্রিলা বসু। এবার সেই বিষয়ে দিদি নম্বর ওয়ানে কী বললেন অভিনেত্রী?
প্রেমে পড়লেই ঝামেলায় পড়েন ঐন্দ্রিলা!
দিদি নম্বর ওয়ানে এদিন প্রিয় বন্ধুদের সঙ্গে খেলতে এসেছিলেন জনপ্রিয় তারকারা। ছিলেন ঐন্দ্রিলা বসু, আভেরি সিংহ রায়, শ্রীমা ভট্টাচার্য প্রমুখ। সেখানেই নেতিবাচক চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতার কথা জানালেন ঐন্দ্রিলা বসু।
দিদি নম্বর ওয়ানে ঐন্দ্রিলা বসু
দিদি নম্বর ওয়ানে বন্ধুর সঙ্গে খেলতে এসেছিলেন ঐন্দ্রিলা বসু। সেখানে এসেই তিনি জানালেন নেতিবাচক চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতার কথা। ঐন্দ্রিলাকে বর্তমানে জি বাংলার জনপ্রিয় মেগা মিলিতে দেখা যাচ্ছে। সেখানে তিনি পাপড়ির ভূমিকায় অভিনয় করছে, যে উঠতে বসতে নায়িকার জীবনে সমস্যা তৈরি করে।
অভিনেত্রী এদিন তাঁর অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, 'এই সেদিন একটু নন্দনে গিয়েছিলাম। তখন এক মহিলা আমায় দেখে তাঁর সঙ্গীকে বলে ওঠেন ওই দেখ পাপড়ি। মিলির পাপড়ি যাচ্ছে। টিভিতে দেখলে কী বদমাইশ লাগে, অথচ কী মিষ্টি বল। তারপর উনি নিজে এসেই আমায় বললেন মিলি খুব ভালো। ওর সঙ্গে খুব দুষ্টুমি করো। ওকে ভুল বুঝো না।' তাঁর কথা শুনে হেসে গড়িয়ে পড়েন রচনা সহ বাকি সকলেই।
এরপর তাঁর প্রেমের প্রসঙ্গ উঠতে তিনি বলেন, 'আসলে আমার প্রচুর ছেলে বন্ধু। সবাইকে দেখলেই ভাই পাতিয়ে ফেলি। ফলে কাউকে পছন্দ হলেও ঠিক বলে উঠতে পরই না। এক্সপ্রেস করতে পারি না।' যদিও তাঁর সঙ্গে আসা বন্ধুটি জানান ঐন্দ্রিলার ঘনঘন ফোন আসে মিলির সেটে যা এলেই তিনি বাইরে চলে যান। অন্তত আধ ঘণ্টা কথা বলেন। সেই প্রসঙ্গ উঠতেই লজ্জায় লাল হয়ে যান ঐন্দ্রিলা। যদিও খোলসা করেননি যে তিনি আদৌ প্রেম করছেন কিনা।
দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো।