এবার আর প্রতিযোগীদের মধ্যে লড়াই জমবে নয়। বরং জেলা ভার্সেস জেলার লড়াই জমবে দিদি নম্বর ওয়ানে! মানে বাংলার ২০ জেলার দিদিদের মধ্যে সেরা কে হবেন সেটার খোঁজ চলছে জি বাংলার এই জনপ্রিয় রিয়েলিটি শোতে। কিন্তু কীভাবে সেরাকে বেছে নেওয়া হবে?
আরও পড়ুন: দ্বিতীয় দিনে প্রায় ৪৫ শতাংশ কমল কল্কি ২৮৯৮ এডির আয়! ২ দিনে মোট কত ঘরে তুলল প্রভাস - দীপিকার ছবি?
দিদি নম্বর ওয়ানে জেলা ভার্সেস জেলার লড়াই
জি বাংলার তরফে ঘোষণা করা হয়েছে যে ৪ সপ্তাহ ধরে চলবে এই জেলা ভার্সেস জেলার লড়াই। গত ২৪ জুন থেকেই শুরু হয়ে গিয়েছে এই লড়াই। প্রতি সপ্তাহে সোম থেকে শুক্রবার পর্যন্ত রোজ একটি করে জেলার ৪ জন প্রতিযোগী অংশ নেবেন। তাঁদের মধ্যে প্রতি জেলার যিনি সর্বোচ্চ এনবর স্কোর করবেন তাঁদের নিয়ে শনিবার করে একটি উইকলি ফিনালের আয়োজন করা হবে। চার সপ্তাহ পর যে চার জেলা প্রতি সপ্তাহের উইকলি ফিনালে জিতবেন তাঁদের চারজনকে নিয়ে সেই রবিবার গ্র্যান্ড ফিনালের আয়োজন করা হবে। সেখানে যিনি জিতবেন তিনি পাবেন বাংলার সেরা দিদি নম্বর ওয়ানের খেতাব।
আরও পড়ুন: 'যে খাবারগুলো কেউ খেত না...' অতিথিদের বাসি খাবার খেতে দেন! গোমাংসের পর ফের বিতর্কে জড়ালেন সুদীপা
বলাই বাহুল্য এই জেলা ভার্সেস জেলার লড়াইয়ে বাংলার ২০ জেলাই অংশ নেবে। মোট ২০টি লিগ এপিসোড, ৪টি উইকলি ফিনালে এবং একটি গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। স্বাভাবিক ভাবেই এই খেলার ধরণ এই রিয়েলিটি শোয়ের বিষয়ে দর্শকদের আগ্রহ আরও বেশি বাড়িয়ে তুলবে।
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো।