গতকাল দেব, শুভশ্রী, কৌশিক গঙ্গোপাধ্যায় এবং রানা সরকার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছিলেন, অগস্ট মাসের প্রথম দিনেই মুক্তি পাবে ‘ধুমকেতু’ ছবির তৃতীয় গান। অনুপম রায়ের সুর এবং কথার মূর্ছনায় এই গানটি গেয়েছেন ঈশান মিত্র। গানটি মুক্তি পেতেই আবেগে ভাসলেন আপামর শ্রোতা।
গানটি প্রসঙ্গে
গানটি শুরু হয় বৃদ্ধ দেবকে দিয়ে। দেবের চরিত্রটি বহুদিন বাদে নিজের বাড়িতে ফিরে এসেছে কিন্তু কাউকে ধরা দেয় না সে। শুভশ্রীর চরিত্রটি স্বামীকে সামনে দেখেও চিনতে পারে না। এদিকে দেবের চোখে শুধু ভাসতে থাকে পুরনো স্মৃতি।
আরও পড়ুন: বিপ্লবী অনন্ত সিংয়ের ভূমিকায় জিৎ, কবে থেকে শুরু বায়োপিকের কাজ?
আরও পড়ুন: ‘ধুমকেতু’-র মিউজিক লঞ্চ অনুষ্ঠানে চেয়ার সাজাতে ব্যস্ত দেব, মুগ্ধ নেটপাড়া
কখনও বিয়ের স্মৃতি চোখের সামনে ভেসে উঠছে কখনও আবার একসঙ্গে সময় কাটানোর মধুর স্মৃতি। তবে সব থেকে যেটা মন ছুঁয়েছে, তা হল গানের প্রত্যেকটি লাইন। দেখা হতে পারে ভেবে কতটা ব্যাকুল/সবকিছু মনে পড়ে যায়, এই লাইনগুলির মাধ্যমে নস্টালজিয়ায় ভেসেছেন শ্রোতারা।
এই গানটি যেন শুধু একটি গান নয়, ৯ বছর আগের এমন কিছু স্মৃতি, যা ভোলা যায় না। ভোলা সম্ভব না। এই গান যেন শুধু দেব শুভশ্রীর পুরনো প্রেমের কথা মনে করিয়ে দিচ্ছে তা নয়, গানটির প্রত্যেকটি লাইন যেন প্রতিটি মানুষের লুকিয়ে রাখা কষ্টের কথা মনে করিয়ে দিচ্ছে।
আরও পড়ুন: মুক্তির এখনও একমাসও অতিক্রান্ত হয়নি, তার মধ্যেই বড় সিদ্ধান্ত ‘ম্যাডাম সেনগুপ্ত’ নির্মাতাদের
আরও পড়ুন: চলে গেলেন কবি রাহুল পুরকায়স্থ, সাহিত্য জগতে অপুরণীয় ক্ষতি
এই গানটি শুনে এক বাক্যে সকলে স্বীকার করেছেন, গানটি এই বছরের সবথেকে সেরা গান হতে চলেছে। কেউ কেউ বলেছেন, ৯ বছর পর ভাগ্যিস এই ছবিটি মুক্তি পাচ্ছে না হলে হয়তো এতটা নস্টালজিক হয়ে ওঠা হত না। সব মিলিয়ে ‘ধূমকেতু’ ছবির তৃতীয় গানটিও মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে।