দক্ষিণী অভিনেতা ধনুশ তাঁর আসন্ন ছবির নাম রেখেছেন ‘ইডলি কড়াই’। তিনি জানান যে, যখন তিনি ছোট ছিলেন, তখন টাকা না থাকায় তাঁকে ইডলি কিনতে হলে ফুল বিক্রি করতে হত। তবে ইন্টারনেটে অনেকেই ধনুশের এই বক্তব্য মানতে পারছেন না, কারণ ধনুশ একজন পরিচালকের ছেলে।
আরও পড়ুন: ‘তারক মেহতা কা উল্টা চশমা’র ববিতাজি' মুনমুনের ভিডিয়ো ভাইরাল! জানেন সেই ভিডিয়োয় কী দেখা গিয়েছে?
অনুষ্ঠানে ধনুশ জানান যে, তিনি ইডলি খুব পছন্দ করেন। ছোটবেলায় তিনি সবসময় ইডলি খেতে খুব আগ্রহী ছিলেন। কিন্তু তাঁর পরিবারের পক্ষে তা খাওয়া সম্ভব ছিল না। তিনি বলেন, 'আমি যখন ছোট ছিলাম, তখন প্রতিদিন ইডলি খেতে খুব ইচ্ছা করত, কিন্তু তা খাওয়ার সামর্থ্য ছিল না। তাই আমরা পাড়া থেকে ফুল সংগ্রহ করতাম। আমরা প্রতিদিন ফুল সংগ্রহ করতাম, তা বিক্রি করে টাকা পেতাম। আমার বোন, তুতো ভাই-বোনেরা এবং আমি এই কাজের জন্য ভোর ৪টায় ঘুম থেকে উঠতাম এবং এতে প্রায় দুই ঘন্টা সময় লাগত।'
আরও পড়ুন: ক্লিনিক্যালি ডেড ছিলেন অমিতাভ! বেঁচে ফিরতে নিতে হয় ৬০ বোতল রক্ত, সঙ্গে আসে এই কঠিন রোগ