মা হলেন বলিপাড়ার বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। হ্য়াঁ, টেলিপর্দার ‘গোপী বহু’ দেবলীনা ও শেহনাওয়াজ শেখের পরিবারের এল তাঁদের প্রথম সন্তান। কিন্তু ছেলে হল নাকি মেয়ে? দেবলীনার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা যাচ্ছে পুত্র সন্তানের মা হয়েছেন তিনি।
দেবলীনার ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা যাচ্ছে, ১৮ ডিসেম্বর পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ১৯ ডিসেম্বর, বৃহস্পতিবার দেবলীনা, ‘এই খুশির খবর জানাতে রোমাঞ্চ লাগছে। ১৮.১২-২৪ তারিখ আমাদের পুত্র সন্তান হয়েছে। ধন্যবাদান্তে দেবলীনা ও শাহনাওয়াজ’। নিজের পোস্টে একটা সুন্দর ডিজিটাল কার্ড পোস্ট করেছেন অভিনেত্রী। তাতে রয়েছে বেবি কটের ছবি। যার সামনে একটা ছোট্ট শিশুকে বসে থাকতে দেখা যাচ্ছে। আর ছবির উপরে তিনটি হাত দেখা যাচ্ছে। একটা ছোট্ট হাতকে ধরে রয়েছে দুটি বড় হাত। ছবির ক্যাপশানে অভিনেত্রী লিখেছেন, ‘আমাদে ছোট্ট বেবি বয় অ্যাঞ্জেল এই বিশ্বকে হ্যালো বলছে…।’