বাংলা নিউজ > বায়োস্কোপ > নৈহাটির 'বড়মা'র দুয়ারে দেব! খাদানের জন্য নিলেন মায়ের আর্শীবাদ, মিলল সেন্সরের ছাড়পত্র, সবাই দেখতে পারবে?
নিজের আগামী ছবি ‘খাদান’-এর প্রচারে বেজায় ব্যস্ত দেব। বাসে চেপে গোটা টিম নিয়ে ঘুরছেন বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত। এক ইঞ্চি জমি ছাড়তে না-রাজ তারকা সাংসদ। প্রচারে চমকের পর চমক। প্রমোশনের মামলায় ২০শে ডিসেম্বর মুক্তি পেতে চলা অপর তিন বাংলা ছবিকে গুণে গুণে দশ গোল দিয়েছেন অভিনেতা। আরও পড়ুন-এত দেরিতে?’ খাদান মুক্তিতে বাকি আর ৪ দিন, কবে আসবে ট্রেলার? উত্তর দিলেন দেব