অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে অবশেষে বড় পর্দায় আসতে চলেছে রঘু ডাকাত। ইতিমধ্যেই এই ছবির শুভ মহরত অনুষ্ঠিত হয়ে গিয়েছে। চলতি বছরের পুজোয় বড় পর্দায় মুক্তি পাবে বাংলার এই দোর্দণ্ডপ্রতাপ ডাকাতের কথা। কিন্তু জানেন কি রঘু ডাকাতের সঙ্গে ভারতের এক খ্যাতনামা অভিনেতা গায়কের নিবিড় যোগ রয়েছে। কে জানেন?
আরও পড়ুন: 'কঙ্কনা তো সেই অর্থে প্রথাগত সুন্দরী নয়', মেয়েকে নিয়ে কেন এমন বললেন অপর্ণা?
রঘু ডাকাতের সঙ্গে টলি-বলিউড কার যোগ রয়েছে?
বলিউডের কিংবদন্তি অভিনেতা, গায়ক কিশোর কুমারের সঙ্গে যোগ রয়েছে রঘু ডাকাতের। হ্যাঁ এই দোর্দণ্ডপ্রতাপ ডাকাতের উত্তরসূরি হলেন কিশোর কুমার, অনুপ কুমার, অশোক কুমাররা। কিশোর কুমারদের মায়ের দিকে দাদু হলেন শিবচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি যেমন একদিকে জমিদারি সামলাতেন তেমনি আইন নিয়ে পড়াশোনা করেছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম হয়েছিলেন তিনি। বন্ধু ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের।
তাঁরা যে রঘু ডাকাতের নাতির নাতি হন, এই রবিনহুডের উত্তরসূরি যে তাঁরাই সেই কথা নিজেই অশোক কুমার একটি সাক্ষাৎকারে একবার জানিয়েছিলেন। তিনি এই সাক্ষাৎকারে বলেন, 'আমার বাবা বলতেন ১৫০ বছর আগে বাংলায় আমাদের পূর্বসূরিরা ডাকাতি করতেন। ওঁর নাম ছিল রঘু ডাকাত। উনি বড়লোকদের লুটপাট করে গরিবদের মধ্যে সেই জিনিস বিলিয়ে দিতেন। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরও ওঁকে নিয়ে লিখেছেন।' তারপর অশোক কুমারকে রবি ঠাকুরের লেখা পড়ে শোনাতে দেখা যায়। ফলে বুঝতেই পারছেন এই চরিত্র কাল্পনিক নয়, বরং ভীষণ রকম বাস্তব যাঁর সঙ্গে যোগ আছে কিশোর কুমার, অশোক কুমারদের। এবার ভাগলপুরের সেই গঙ্গোপাধ্যায় পরিবারের পূর্বসূরির কথাই ফুটে উঠবে পর্দায়।
রঘু ডাকাত প্রসঙ্গে
দেব অভিনীত রঘু ডাকাত ছবিটির পরিচালনা করবেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রূপা গঙ্গোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকারকে। থাকবেন খাদানের 'কিশোরী' গার্ল ইধিকা পালও। SVF এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের যৌথ উদ্যোগে আসবে এই ছবি। ২০২৫ এর দুর্গাপুজোর সময় মুক্তি পাবে এটি। সরস্বতী পুজোর দিন শুভ মহরত অনুষ্ঠিত হয়ে গিয়েছে রঘু ডাকাতের। সেখানে দেব, অনির্বাণ, ইধিকা ছাড়াও রূপা গঙ্গোপাধ্যায়, প্রমুখকে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল।