তিয়াসা লেপচার সঙ্গে তাঁর বিয়ে ভেঙেছে বেশ কিছু বছর আগেই। বর্তমানে কাজ নিয়েই ব্যস্ত সুবান রায়। কিন্তু সম্প্রতি কি প্রাক্তন স্ত্রীর মতো তাঁর জীবনেও প্রেমের রঙের ছোঁয়া লেগেছে নতুন করে? ধারাবাহিকের ফন্টে এবং দোয়েলের প্রেম কি বাস্তবেও গড়িয়েছে? ফিসফাস শুরু হতেই কী জানালেন শুভ বিবাহ-খ্যাত অভিনেতা?
আরও পড়ুন: 'কঙ্কনা তো সেই অর্থে প্রথাগত সুন্দরী নয়', মেয়েকে নিয়ে কেন এমন বললেন অপর্ণা?
প্রেম চর্চা নিয়ে কী বললেন সুবান?
বর্তমানে সুবান রায়কে দর্শকরা স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহতে দেখতে পাচ্ছেন। সেখানে তাঁর চরিত্রের নাম ফন্টে। এই চরিত্রের সঙ্গে দোয়েল নামক একটি চরিত্রের প্রেম দেখানো হচ্ছে। পর্দায় তাঁদের প্রেম বেশ জমে উঠেছে। এই দোয়েলের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী লিজা দাস। টলিউডের অন্দরে গুঞ্জন শোনা যাচ্ছে পর্দার এই প্রেম নাকি বাস্তবেও গড়িয়েছে। সেটের বাইরেও নাকি দারুণ সম্পর্ক তাঁদের।
শুধুই কি তাই, সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই সুবান এবং লিজাকে একসঙ্গে অনেক ছবি, ভিডিয়ো শেয়ার করতে দেখা যাচ্ছে। ঘনিষ্ট মুহূর্ত ভাগ করে নিচ্ছেন কখনও সখনও। তাঁদের এই কাছাকাছি আসা দেখে অনেকেই মনে করছেন প্রাক্তন স্ত্রী তিয়াসার মতো তবে কি সুবানের জীবনেও নতুন করে বসন্তের ছোঁয়া লেগেছে? এই বিষয়ে এদিন আজকালকে দেওয়া একটি সাক্ষাৎকারে সুবান জানিয়েছেন তিনি আদ্যোপান্ত সিঙ্গল। তিনি মোটেই কোনও প্রেম করছেন।
এদিন সুবান এও স্পষ্ট করে দেন তাঁর এবং লিজার দারুণ ভালো সম্পর্ক। কিন্তু সেটা তাই বলে প্রেম নয়। পর্দার প্রেম মোটেই গড়ায়নি বাস্তবে।
আরও পড়ুন: এসেই পরিণীতাকে কাঁটায় কাঁটায় টক্কর পরশুরামের! চমক দিল রাঙামতীও, বেঙ্গল টপার কার দখলে?
এই বিষয়ে বলে রাখা ভালো, সুবান রায় এবং তিয়াসা লেপচা দীর্ঘদিন বিবাহিত জীবনের পর কিছু বছর আগেই বিবাহ বিচ্ছেদের পথে হেঁটেছেন। বর্তমানে অভিনেত্রী সোহেল দত্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলেই চর্চা। অন্যদিকে বিচ্ছেদের পর সুবান সম্পূর্ণ ভাবে কাজেই ফোকাস করেছেন।