কদিন আগেই গোয়া থেকে ছুটি কাটিয়ে বাড়ি ফিরেছেন দেবচন্দ্রিমা সিংহ রায় ওরফে চিঠি। সম্প্রতি মুখ খুললেন ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকের মাত্র ৭ মাসে বন্ধ হওয়া নিয়ে।
সাহেবের চিঠি নিয়ে মুখ খুললেন দেবচন্দ্রিমা।
বছরকয়েক ধরেই বাংলা সিরিয়ালের ভাগ্য বেশ খারাপ চলছে। খুব শর্ট নোটিসে বন্ধ হচ্ছে একাধিক। চলছেও খুব কম, মাত্র ৭-৮ মাস হতে না হতেই সরিয়ে জায়গা নিচ্ছে নতুন ধারাবাহিক। যা হয়েছে স্টার জলসার সাহেবের চিঠি-র ক্ষেত্রেও। ২০২২ সালের জুন মাসে শুরু হওয়ার পর মাত্র ২১০ এপিসোড দিয়ে ৭ মাসে বন্ধ হয়ে গিয়েছে ধারাবাহিক। সম্প্রতি এই নিয়ে মুখ খুললেন সিরিয়ালের নায়িকা।
কেন এভাবে এত জলদি বন্ধ হচ্ছে ধারাবাহিক? শুধুই কি টিআরপি কমে যাওয়া এর কারণ? ছোট পরদার ‘চিঠি’ এই নিয়ে বললেন, ‘এই সিদ্ধান্তের সবটাই চ্যানেল কর্তৃপক্ষের হাতে। আমার কোনও মন্তব্য করার অর্থই হয় না। তাঁরা মনে করেছেন এটাই হয়তো সিরিয়াল বন্ধ করে দেওয়ার সঠিক সময়। তাই এমনটা করেছেন। আমার মন্তব্য করে কোনও লাভ নেই।’
আজকাল কী করছেন দেবচন্দ্রিমা? নতুন কোনও ধারাবাহিকের প্রস্তুতি চলছে নাকি? অভিনেত্রী জবাবে জানিয়েছেন, ‘এখন শুধু বিশ্রাম আর বিশ্রাম। চেষ্টা করছি পুরো সময়টা পরিবারকে দেওয়ার।’ সঙ্গে এরপর সিরিয়াল না সিরিজে কাজ করতে চান সেই প্রসঙ্গে জানান, কোন দিকে মন দেবেন তা এখনও ঠিক করে উঠতে পারেননি। আরও পড়ুন: ‘বেশি টাকা আয়' নিয়ে কঙ্গনার কটাক্ষ বলিউডকে, শাহরুখের ‘পাঠান’-ই লক্ষ্য নয় তো?