সপ্তাহখানেক আগে নচিকেতা চক্রবর্তীর ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট এসেছিল। যাতে লেখা ছিল ‘যাঃ! অবশেষে ডিভোর্স হয়েই গেল!’ ব্যস আর কী, শুরু হয় জলঘোলা। গায়কের ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় পড়তে থাকে একের পর এক মন্তব্য। এতদিন এব্যাপারে একেবারে স্পিকটি নট থাকলেও, এবার মুখ খুললেন।
আসছে নচিকেতার নতুন গান ‘হ্যাপি ডিভোর্স’। যার কথা-সুর সবই তাঁর। ২৭ জানুয়ারি তাঁর ভেরিফায়েড ফেসবুক ও ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এটি। নিজের সপ্তাহখানেক আগের করা পোস্টের কমেন্ট সেকশনে মন্তব্য করেই এই ঘোষণা করলেন তিনি। ডিজিটাল মিডিয়ার জুড়ে এক অভিনব প্রচার যে এই কদিন চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। আরও পড়ুন: সলমন-শাহরুখের ভাইগিরি! ‘কিসি কা ভাই কিসি কা জান’-এর টিজার দিয়ে শুরু হল ‘পাঠান’
বাবার মতো নচিকেতার একমাত্র মেয়ে ধানসিঁড়িও কিন্তু এই নিয়ে বেশ রহস্য করেছিলেন। মিডিয়ার তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে জানিয়েছিলেন, ‘জানি না, বাবা কেন এরকম লিখেছেন বুঝতে পারছি না। এই সময় ভরা সিজন। প্রচুর কাজ বাবার হাতে, তাই এই নিয়ে কথা বলার সুযোগই হয়ে উঠছে না। আর যদি ওঁরা সিদ্ধান্ত নিয়েও থাকেন সেটা তো ওঁদের সম্পূর্ণ ব্যক্তিগত।’ আর মা প্রসঙ্গে কথা উঠতে বলেছিলেন, ‘মাকে প্রশ্ন করলেই বলছে- যা নিজের কাজ কর। এই নিয়ে তোকে ভাবতে হবে না।’ আরও পড়ুন: বড়-বড় উৎসবকেও হার মানাল পাঠান, দেখুন কী বিশেষ আয়োজন করল শাহরুখের ফ্যান ক্লাব

ডিভোর্স নিয়ে সেই পোস্টে কমেন্ট করে গানের খবর দিলেন নচিকেতা।
এখন প্রশ্ন উঠতে পারে, ডিভোর্স কি কখনও হ্যাপি হয়? তবে সে উত্তর তো সময়ই বলবে। প্রসঙ্গত, স্ত্রী সুমিতা নচিকেতার কলেজ জীবনের বন্ধু। বিবাহিত জীবনে সেরকম কোনও গোলমালের খবরও সামনে আসেনি কখনও। একদম শুরুর সময় থেকে নচিকেতার কেরিয়ারের ‘সহযোদ্ধা’ তাঁর সবধর্মিনী।
খুব জলদি নচিকেতার লেখা গল্প নিয়ে ছবির কাজ শুরু করতে চলেছেন রাণা সরকার। সেই ছবিতে তিনি গায়ক নচিকেতা চক্রবর্তী হিসেবে অভিনয়ও করবেন বলে খবর রয়েছে। যদিও নচিকেতা জানিয়েছেন, তাঁর লেখা গানের মতো এখানে নীলাঞ্জনার বিচ্ছেদ নাও দেখানো হতে পারে। হয়তো সিনেমার শেষে সে পেয়েই যেতে পারেন মনের মতো মানুষ।