গত ৫ এপ্রিল আচমকাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যে এসিপি প্রদ্যুম্ন আর নেই। প্রথমে অনেকেই অভিনেতার মৃত্যু হয়েছে বলে মনে করেন কিন্তু পরে বোঝা যায় যে অভিনেতা নন, দীর্ঘদিন ধরে চলে আসা একটি আইকনিক চরিত্র এসিপি প্রদ্যুম্নর মৃত্যু হতে চলেছে সিআইডি নামক ধারাবাহিকে।
অনুষ্ঠানে দেখানো হয়েছে, এক খুনি আততায়ীর হাতে খুন হয়ে যান এসিপি প্রদ্যুম্ন ওরফে শিবাজি সাতম। পর্দায় এই চরিত্রটির মৃত্যুর পরেই এসিপি আয়ুষ্মানকে নিয়ে আসা হয় নতুন এসিপি হিসাবে। আয়ুষ্মান ওরফে পার্থ সামথান এবার থেকে অভিনয় করবেন আদিত্য শ্রীবাস্তব এবং দয়ানন্দ শেঠির সঙ্গে।
আরও পড়ুন: জন্মদিনে বিজয়ের সঙ্গেই ছিলেন রশ্মিকা! দুজনের ছবিতে রয়েছে এই মিলগুলো, আপনি পারলেন ধরতে?
আরও পড়ুন: মেয়ের জন্মের পর ফের ক্যামেরার সামনে রণবীর-দীপিকা, কীসের শ্যুটিং করলেন তাঁরা?
নতুন চরিত্র প্রসঙ্গে পার্থ
এসপিপি আয়ুষ্মান চরিত্রটি নিয়ে কথা বলতে গিয়ে পার্থ বলেন, ‘সিআইডি একটি আইকনিক ধারাবাহিক এবং এসিপি প্রদ্যুম্ন একটি আইকনিক চরিত্র। ছোটবেলা থেকেই এই অনুষ্ঠান দেখে আমি বড় হয়েছি। আমি নিজেও এই শোয়ে বেশ কয়েকবার অভিনয় করেছি। বহু বছর ধরে এই অনুষ্ঠান ভারতীয় টেলিভিশনে স্বগর্বে সম্প্রচারিত হচ্ছে। এমন একটি অনুষ্ঠানের অন্যতম বিশেষ চরিত্রে অভিনয় করা আমার কাছে ভাগ্যের।’
‘ক্যাসি হে ইয়ারিয়া’ খ্যাত অভিনেতা বলেন, ‘আমি যখন বাড়িতে এই চরিত্রটি নিয়ে কথা বলেছিলাম, তখন প্রথমে সবাই ভেবেছিল আমি মজা করছি। পরে যখন আমি তাদের বুঝিয়ে বললাম যে আমি সত্যিই অভিনয় করতে চলেছি এসিপির চরিত্রে, তখন সবাই আমাকে নিয়ে ভীষণ গর্ব বোধ করেন।’
আরও পড়ুন: 'দয়া করে ক্লিক...', X অ্যাকাউন্ট উদ্ধার করে প্রথম পোস্টে কি লিখলেন শ্রেয়া?
আরও পড়ুন: এভাবেও আদর করা যায় শ্বশুরকে! দীপিকা আর রণবীরের বাবাকে দেখে ‘শিক্ষা নিল’ নেটপাড়া
অভিনেতা বলেন, ‘এসিপি প্রদ্যুম্ন এমন একটি চরিত্র, যা পালন করা অনেক দায়িত্বের কাজ। নতুন গল্প, নতুন সাসপেন্স, নতুন চরিত্রকে যাতে সকলের ভালো লাগে সেই চেষ্টাই করবো বারবার। আমার অভিনয়ের মাধ্যমে সকলকে সন্তুষ্ট করার চেষ্টা করব।’
প্রসঙ্গত, পার্থ এর আগে ‘কাসৌটি জিন্দেগি কি সিজন ২’, ‘ক্যাসি হ্যায় ইয়ারিয়া’, ‘বেস্ট ফ্রেন্ডস ফর এভার’ সহ বেশ কয়েকটি জনপ্রিয় টিভি শোয়ে অভিনয় করেছেন।
উল্লেখ্য, ‘সিআইডি’ প্রথম সম্প্রচারিত হয় ১৯৯৮ সালের ২১ জানুয়ারি। ২০১৮ সালের অক্টোবর মাসে এই অনুষ্ঠানটির সম্প্রচার বন্ধ হয়ে যায়। ৬ বছর পর নতুন সাজে সেজে এই অনুষ্ঠানটি ফের মানুষের মন জয় করতে আসছে সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে।