গত মাসেই শ্রেয়া ঘোষাল জানিয়েছিলেন তাঁর X অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। তিনি আপ্রাণ চেষ্টা করছেন সবকিছু ঠিক করার। অবশেষে আজ অর্থাৎ রবিবার ৬ এপ্রিল নিজের সেই অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে পারেন তিনি। অ্যাকাউন্ট ফিরে পেয়ে তিনি প্রথম যে কাজটি করলেন সেটি হল সকলকে সচেতন করা।
রবিবার নিজের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পেয়ে প্রথমেই শ্রেয়া ঘোষাল একটি পোস্ট করেন সকলের উদ্দেশ্যে। সকলকে AI নির্মিত বিজ্ঞাপন নিয়ে সতর্ক থাকতে পারেন তিনি। প্রয়োজনে জরুরি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন গায়িকা।
আরও পড়ুন: হুবহু এক! ‘লাপাতা লেডিস’ দেখে হতবাক ‘দ্য বুরখা সিটি’র পরিচালক, বললেন, 'আমি অবাক আর...'
আরও পড়ুন: 'তুমি সব সময় আমার...', দিদার জন্মদিনে অদেখা ছবি পোস্ট রাইমার
X হ্যান্ডেলে শ্রেয়া লেখেন, ‘আমি ফিরে এসেছি। মাঝেমধ্যেই আগের মত আমি পোস্ট করব। গত ফেব্রুয়ারি মাসে আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল। অনেক কষ্টের পর আবার এটি পুনরুদ্ধার করতে পেরেছি X টিমের সহায়তায়। এখন সবকিছু ঠিক আছে।’
শ্রেয়া লেখেন, ‘X হ্যান্ডেলে অনেক রকম বিজ্ঞাপন আপনি দেখতে পাবেন যেখানে হয়তো আমি বা আমার মতো তারকাদের সম্পর্কে লেখা থাকবে। এই বিজ্ঞাপনগুলির শিরোনাম খুবই অযৌক্তিক এবং ছবি AI দিয়ে তৈরি করা হয়। এমন কোনও বিজ্ঞাপন দেখলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করুন। এগুলি বন্ধ করার ক্ষমতা আমার নেই, তবে যথাসাধ্য চেষ্টা আমি করছি।’
গায়িকা আরও লেখেন, ‘এই সমস্ত বিজ্ঞাপন আসলে একটি স্ক্যাম। এই বিজ্ঞাপনে ক্লিক করলেই আপনি সমস্যায় পড়তে পারেন। এই বিজ্ঞাপনগুলি মূলত ব্রেকিং নিউজ অথবা উত্তেজনাপূর্ণ শিরোনাম দিয়ে তৈরি করা হচ্ছে, যাতে সকলে এতে ক্লিক করে এবং প্রতারণার শিকার হয়।’
আরও পড়ুন: সৃজিতের পরের ছবিতে অ্যালেকজান্দ্রা টেলর? জল্পনা উসকাতেই কী বললেন?
আরও পড়ুন: ৮৭ বছরে জীবনাবসান, মনোজ কুমারের মৃত্যুতে শ্রদ্ধাজ্ঞাপন অক্ষয়, করণের
শ্রেয়া বলেন, ‘আমি একাধিকবার এগুলি ব্লক করার চেষ্টা করেছি কিন্তু হয়নি। এটি যাতে বন্ধ হয় তার জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে X কে। তবে শুধু আমি নই, আরও অনেক সেলিব্রিটি এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবে আপনারা দয়া করে সতর্ক থাকবেন এবং এই সমস্ত বিজ্ঞাপনে দয়া করে ক্লিক করবেন না।’