চেনা পরিচিত কমার্শিয়াল ছবির বদলে ধীরে ধীরে তৈরি হচ্ছে, নতুন নতুন ছবি। নতুন স্বাদের, নতুন গল্প নিয়ে তৈরি সিনেমা মনে ধরছে দর্শকদেরও। এমনই একটি ছবিতে এবার জুটি বাঁধতে চলেছেন রজতাভ দত্ত এবং চন্দন সেন।
বাস্তবের সঙ্গে মিল রেখেই একটি সিনেমা পরিচালনা করতে চলেছেন পরিচালক অর্ক দাশগুপ্ত। ছবির নাম হতে চলেছে ‘ভবিষ্যতের খোঁজে’। এই সিনেমায় চন্দন সেন এবং রজতাভ দত্ত ছাড়া অভিনয় করবেন গৌতম হালদার, কমলেশ্বর মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায় সহ একঝাঁক তারকা।
আরও পড়ুন: ফের ধারাবাহিকে ফিরতে চলেছেন শোলাঙ্কি, বিপরীতে থাকবেন কে?
আরও পড়ুন: ‘শতরূপে উত্তম’! উত্তম কুমারের ৩০টি অনবদ্য ছবি দেখতে পাবেন একসঙ্গে, কোথায়? রইল হদিশ
সমাজের বাস্তব চিত্র ফুটে উঠবে এই ছবির মাধ্যমে। ইতিমধ্যেই চলছে পোস্ট প্রডাকশনের কাজ। আগামী বছরের শুরুর দিকেই হয়তো মুক্তি পাবে সিনেমাটি। আগামী দিনে বেশ কিছু চলচ্চিত্র উৎসবেও এই ছবিটি দেখতে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
এই সিনেমায় শুধু গল্পে নয়, থাকবে একাধিক চমক। সিনেমায় মঞ্চের পরিচিত অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি দেখতে পাওয়া যাবে নবাগত অভিনেতা অভিনেত্রীদের। যদিও ছবিটি নিয়ে এখনও কিছু বলেননি পরিচালক। তবে টলিপাড়ার অন্দর থেকে শুনতে পাওয়া যাচ্ছে, শ্যুটিং মোটামুটি শেষ। এখন শুধু বাকি শেষ লগ্নের কাজ।
আরও পড়ুন: বন্ধু ঋতুর জন্মদিনে আবেগপ্রবণ প্রসেনজিৎ, পরিচালকের স্মরণে কী বললেন রাম কমল?
আরও পড়ুন: 'খুব হিংসে হয়েছিল...', কোন সিনেমায় অভিনয় না করার আক্ষেপ রয়েছে দেবের?
২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি ‘সেলাই’ সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল রজতাভ দত্তকে। অন্যদিকে চন্দন সেন এই মুহূর্তে অভিনয় করছেন স্টার জলসার ‘চিরসখা’ ধারাবাহিকে। দুই অভিনেতাই নাট্য জগতের স্বনামধন্য ব্যাক্তিত্ব, খুব স্বাভাবিকভাবেই এই দুই তারকার অভিনয় এই ছবির উপরি পাওনা।