
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
মারন রোগের সঙ্গে দীর্ঘ দিন লড়াই করছেন আয়ুষ্মান পত্নী তাহিরা কাশ্যপ। কিন্তু কেমন ছিল তাঁর শারীরিক এবং মানসিক সেই লড়াই? বছর তিনেক আগের একটা ঘটনা নিজেই শেয়ার করলেন অভিনেত্রী। ২০১৮-এর ১ ডিসেম্বর। একদিকে কর্কট রোগের সঙ্গে লড়াই, চলছে কেমোথেরাপি। অন্যদিকে বলিউডের অন্যতম হেভিওয়েট জুটির বিয়ের রিসেপশনের আমন্ত্রণ। অথচ কেমোথেরাপির ফলে তাহিরার মাথা থেকে উঠছিল গুচ্ছ গুচ্ছ চুল।
কীকরে সেই পরিস্থির সঙ্গে যুঝে হাসিমুখে সকলের সামনে এসে দাঁড়িয়েছিলেন তাহিরা? তিন বছর পর স্মৃতির পাতা উলটে সেই দিনের কথা শেয়ার করলেন তিনি। স্বামী আয়ুষ্মান খুরানার সঙ্গে সেই অনুষ্ঠানে গিয়েছিলেন তাহিরা। সম্প্রতি আয়নার সামনে দাঁড়িয়ে দুটি ছবি শেয়ার করেন তিনি।
দীপবীরের রিসেপশনে ‘লুক’ শেয়ার করে তাহিরা লেখেন, ‘২০১৮-র ১ ডিসেম্বরের ছবি। ১০ নম্বর কেমোথেরাপি শেষ হয়েছে আমার। চুল পড়ছিল। যেই জায়গায় চুল পড়েছিল সেই জায়গাগুলি স্প্রে আর পাউডার দিয়ে ঢেকে রেখেছিলাম। চুল পড়ে যাচ্ছিল বলে লজ্জায় মুখ ঘুরিয়ে নিয়েছিলাম? না, পরিবার ও বন্ধুদের ভালবাসা ও সবার উপরে আমার অভ্যেসের প্রতি আমার বিশ্বাস আমায় বুঝিয়েছিল আমি এমন ভাবেও সুন্দর’।
ছবিতে হাতে বোনা সোনালি জরি ও ধাতব রঙের হ্যান্ডলুম শাড়ি পরে দেখা যায় তাহিরাকে। কানে-গলায় ভারী গয়না পরে। তিনি লিখেছেন ‘এটা আমার হ্যান্ডলুম স্টোরি৷’ ছবি ও পোস্টে একটাই বার্তা তুলে ধরেছেন তাহিরা৷ বলতে চেয়েছেন, ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধেও তিনি মনোবল হারাননি৷ বাইরের দুনিয়ার মুখোমুখি হতে ভয় পাননি।
২০১৮-র সেই দিন রাতে স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করেছিলেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। লিখেছিলেন, ‘দুনিয়ার সবচেয়ে সুখী কাপলের বিশেষ দিনে সোনালি যোদ্ধার সঙ্গে আমি…’। ২০০৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হল আয়ুষ্মান এবং তাহিরা। তাঁদের দুই ছেলে-মেয়ে। ২০১৮-র সেপ্টেম্বরে জানা যায় তাহিরা স্তন ক্যানসারে আক্রান্ত৷ কেমোথেরাপি পর্বের সময় মাথা মুড়িয়ে ছবি শেয়ার করেছিলেন তিনি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports