সাদা কালো ছবিতে সুচিত্রা সেনের সঙ্গে এক কিশোরীকে দেখা যাচ্ছে। সেই কিশোরী কিন্তু একসময়ের দারুণ বিখ্যাত অভিনেত্রী ছিলেন। আবার তাঁর সঙ্গে আছে সুচিত্রা সেনের পরিবারের নিবিড় যোগ। কে বলুন তো তিনি? চিনতে পারলেন? আচ্ছা একটু আভাস দিই, ছবির এই কিশোরী ওই পরিবারেরই একজন। হ্যাঁ, ছবির মেয়েটি হলেন সুচিত্রা সেনের কন্যা মুনমুন সেন।
আরও পড়ুন: 'এতে ভুল কী আছে? স্রেফ সময় নষ্ট' নেপোটিজম বিতর্কে নাম না করেই করণের পাশে রোহিত! বললেন বিতর্কটাই 'অনর্থক'
সুচিত্রা সেনের সঙ্গে মুনমুন সেনের ছবি
এই ছবিতে দেখা যাচ্ছে সুচিত্রা সেন একটি শাড়ি পরে মেয়ের সঙ্গে দাঁড়িয়ে আছেন। মুনমুনকে আদর করছেন তিনি। অন্যদিকে মুনমুনও হাসি মুখে একটি সাদা রঙের ফ্রক পরে দাঁড়িয়েছেন। এই ছবিটি সুচিত্রা সেনের জন্মবার্ষিকী উপলক্ষ্যে পোস্ট করেছিলেন অভিনেত্রী।
আরও পড়ুন: দুর্ধর্ষ পারফরমেন্সের পর ফাইনালে হার, বিশ্বকাপের পর কী অনুভূতি হয়েছিল রোহিতের? কপিলের শোতে বললেন, ‘প্রেসারে যা খুশিই...’
আরও পড়ুন: বিদ্যা - প্রতীকের রোম্যান্টিক সংসারে ভরপুর টুইস্ট নিয়ে হাজির ইলিয়ানা, এবার...! প্রকাশ্যে দো অউর দো পেয়ারের ঝলক
এই ছবিটি পোস্ট এদিন রিয়া লেখেন, 'আম্মা, তোমার এই বিশেষ দিনে আমরা তোমাকে জানাতে চাই যে আমরা তোমাকে ঠিক কতটা মিস করি। তোমার প্রতিটা স্মৃতিকে মনে করি। তোমার আদর, ভালোবাসা আমাদের জীবনে দারুণ প্রভাব ফেলেছে, আজ আমরা যা সেটা গড়ে তুলেছে। তোমার সেই দারুণ ছোঁয়াচে হাসি, মিষ্টি ছুঁয়ে, এবং জড়িয়ে ধরাগুলোকে ভীষণ মনে পড়ে। ভালোবাসা আর শ্রদ্ধা নিও। শুভ জন্মদিন আম্মা।'
আরও পড়ুন: 'ভালগার হোক, যাই হোক আদতে...' বুকে লাগানো ফ্যানই দেবে স্বস্তি! জ্বালাপোড়া গরমে উরফির ক্রিয়েটিভিটিতে মুগ্ধ নেটপাড়া
আরও পড়ুন: বেণী সহ অন্যান্য নাট্যকর্মীদের প্রতিবাদের ফল? বিতর্কিত নাটক থেকে সুদীপ্তকে বাদ দিয়ে 'ভুল' শুধরে নিলেন সুমন
কী লিখলেন রাইমা?
বোনের পোস্টে কমেন্ট করেছেন রাইমাও। তিনিও তাঁদের আদরের আম্মার জন্মদিনে সুচিত্রা সেনের একাধিক ছবির পোস্টার, ভিডিয়ো শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।