নিজের কেরিয়ারে বরাবরই তিনি চর্চায় থেকেছেন। এবার ৫১ বছর বয়সে এসেও ফের চর্চায় ক্যামেরন ডিয়াজ। চার্লিজ অ্যাঞ্জেলের ঘরে এল চাঁদের কণা, মা হলেন ক্যামেরন। আর এখবর নিজেই জানিয়েছেন মার্কিন অভিনেত্রী। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্যামেরন ডিয়াজ। নাম রেখেছেন কার্ডিনাল ম্যাডেন।
সোশ্যাল মিডিয়ায় ক্যামেরন ডিয়াজ ও তাঁর সঙ্গীতশিল্পী স্বামী বেনজি ম্যাডেন লেখেন, ‘আমরা পুত্র সন্তানের বাবা-মা হয়েছি। ছেলের নাম রেখেছি কার্ডিনাল ম্যাডেন। পুত্র আমাদের পরিবারে নতুন সদস্য আসায় আমরা খুবই খুশি ও কৃতজ্ঞ।’
ক্যামেরন ডিয়াজ ও বেনজি ম্যাডেন আরও লেখেন, ‘সে সত্যিই সুন্দর! আমরা সবাই এখন খুব খুশি ও ধন্য। তবে শিশুর সুরক্ষা ও গোপনীয়তার জন্য আমরা কোনও ছবিই পোস্ট করব না।’ লেখেন, ‘এখন একটা ছোট্ট পাখি আমার কাছে ফিসফিস করে কথা বলছে।’
আরও পড়ুন-'শয়তান'-এর ‘শয়তানি’ চলছে, হলে গেলেই আটকে যাবেন! বক্স অফিসে আয় কত হল?