টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি বনি-কৌশানি। কেবল পর্দায় নয় বাস্তবেও তাঁরা বহু বছর ধরে যে সম্পর্কে রয়েছেন তা কারুর অজানা নয়। দু'জনে মিলে শুরু করেছেন একটি প্রযোজনা সংস্থাও। পাশাপাশি অভিনয়ও চালিয়ে যাচ্ছেন তাঁরা। তবে এই সব কিছুর মাঝেই বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায় একসঙ্গে কাটিয়ে ফেললেন ১০ টা বছর। আর সেই উপলক্ষ্যেই সেলেব্রেট করলেন প্রেমের ১০তম জন্মদিন মানে লাভ অ্যানিভার্সারি।
বৃহস্পতিবার বনি একটি ভিডিয়ো শেয়ার করেন। সেখানেই দেখা যায় বেলুন, বাতি দিয়ে সাজিয়ে বনি-কৌশানি একসঙ্গে কেক কাটছেন। তাছাড়াও তাঁদের আরও একটি কেক কাটতে দেখা যায়। তার উপর লেখা ছিল হ্যাপি অ্যানিভার্সারি। সেই কেক একসঙ্গে কেটে তাঁরা একে অপরকে খাইয়েও দেন।
আরও পড়ুন: 'সিস্টেম খারাপ ছিল…', কাঁটা লাগা গার্ল শেফালি জারিওয়ালার মৃত্যু প্রসঙ্গে বাবা রামদেব
এই ভিডিয়োটি শেয়ার করে বনি লেখেন , ‘আরও একটা বছর, আমাদের জার্নির শুরুর দিনটা উদযাপনের আরও একটা অজুহাত মাত্র। আমাদের প্রেমের গল্পটা আমার খুব প্রিয়। তোমার ভালোবাসা আমার জীবনকে এমন ভাবে বদলে দিয়েছে যা আমি কখনও কল্পনাও করিনি। আমার পথপ্রদর্শক আলো হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। এক সঙ্গে থাকার আরও একটা বছরের জন্য শুভেচ্ছা। Happy 10th.’
জানলে অবাক হবেন বনি-কৌশানির প্রেমের নেপথ্যে রয়েছেন রাজ চক্রবর্তী! কীভাবে জানেন? নানা তিনি প্রত্যক্ষ ভাবে কিছুই করেননি। কিন্তু তাঁর ছবি 'পারব না আমি ছাড়তে তোকে'-এর সূত্রেই প্রেম শুরু হয় এই তারকা জুটির।
আরও পড়ুন: প্রেমের গুঞ্জনের মাঝেই সাহেবের বাহুলগ্না সুস্মিতা! 'যখন রসায়ন…', লিখলেন সাহেব
'পারব না আমি ছাড়তে তোকে' ছবির হাত ধরেই প্রথমবারের জন্য বিনোদন দুনিয়ায় পা রেখেছিলেন কৌশানি মুখোপাধ্যায়। এই ছবিতে কৌশানির বিপরীতে নজর কেড়েছিলেন বনি। সেই সময় তাঁদের এই জুটি বেশ মন জয় করে নিয়েছিল দর্শকদের। আর তারপর সেই পর্দার প্রেম গড়িয়েছিল বাস্তবে। হিন্দুস্তান টাইমস বাংলাকে বনি সেনগুপ্ত তাঁদের প্রেম প্রসঙ্গে বলেছিলেন, ‘রাজদার অফিসে ওর সঙ্গে আমার প্রথম দেখা, ওয়ার্কশপ করার সময়। প্রেম, ধীরে ধীরে শ্যুটিং করতে করতে শুরু হয়েছিল। যখন বুঝলাম যে ওকে আমি মিস করছি। বুঝতে পারি এটা ফ্রেন্ডশিপের থেকে বেশি কিছু।'
এরপর আর বেশি ভাবেননি বনি। রায়চকে শ্যুটিং করতে গিয়ে কৌশানিকে প্রেম নিবেদন করে বসেন নায়ক। আর তাঁর থেকে প্রেমের এই প্রস্তাব পেয়ে আর না বলতে পারেননি কৌশানি। সম্পর্ক নিয়ে কখনও রাখঢাক করেনি তাঁরা। বরং অকপটে সকলের সামনে ধরা দিয়েছেন নানা মুহূর্তে। পাশাপাশি তাঁদের এই জুটি বড় পর্দায়ও দর্শকদের একাধিক প্রেমের ছবি উপহার দিয়েছে।