Boney Kapoor on Sridevi: হায়দরাবাদে অনেক প্রোজেক্টের শ্যুটিং করেছেন বনি। বছরের পর বছর ধরে এই শহরের বিবর্তনের কথা স্মরণ করিয়ে দেন। শহরের সঙ্গে জড়িয়ে অজস্র স্মৃতি।
স্ত্রী শ্রীদেবীর সঙ্গে বনি কাপুর
হায়দরাবাদ শহরের সঙ্গে অজস্র স্মৃতি জড়িয়ে রয়েছে প্রযোজক বনি কাপুরের। নিজের প্রযোজিত একাধিক ছবির শ্যুটিং করেছেন এই শহরে। প্রয়াত স্ত্রী শ্রীদেবীর জন্যই নাকি বাড়িও কিনতে চেয়েছিলেন হায়দরাবাদে।
iDream মিডিয়াকে বনি কাপুর জানিয়েছেন, জাহ্নবী তাঁর দ্বিতীয় তেলুগু প্রজেক্টে রামচরণের সঙ্গে অভিনয় করতে চলেছেন। ‘উপপেনা’ খ্যাত পরিচালক বুচি বাবু সানার সঙ্গে আসন্ন প্রজেক্টের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শ্রীদেবী-কন্যা। একই সঙ্গে প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীকে নিয়ে পুরনো স্মৃতি স্মরণ করেছেন।
হায়দরাবাদে অনেক প্রোজেক্টের শ্যুটিং করেছেন বনি। বছরের পর বছর ধরে এই শহরের বিবর্তনের কথা স্মরণ করিয়ে দেন। প্রযোজক বলেছেন, ‘হায়দরাবাদ তখনও গ্রো করছে। আমার ১২টা ছবির শ্যুটিং করেছি এখানে। কয়েক বছর পর যখন ফিরে এলাম, তখন পুরো শহরটাই বদলে গিয়েছে। আমি নিজে গাড়ি চালাতাম, এখন আমাকে গাইড করার জন্য স্থানীয় কাউকে দরকার। একটা সময়ে যেহেতু সেখানে শ্রীদেবী প্রচুর কাজ করেছেন, সেই সময় তাঁর জন্য এখানে একটি বাড়ি কেনার কথা ভেবেছিলাম। আমার মনে আছে আমরা যখনই এখানে থাকতাম তখন আমরা প্রচুর অন্ধ্র খাবার (খাবার) উপভোগ করতাম। এখন আর সেসবে মন নেই’।