ফের একবার এমএমএস ফাঁসের ঘটনায় হইচই ভোজপুরী ইন্ডাস্ট্রিতে। মাস কয়েক আগে অভিনেত্রী তৃষাকর মধুকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, এবার এমএমএস কাণ্ডে নাম জড়ালো গায়িকা শিল্পী রাজের (Shilpi Raj MMS Leaked)। সোশ্যাল মিডিয়ায় আগুন গতিতে ছড়িয়ে পড়েছে শিল্পার এমএমএস। জানা যাচ্ছে, ভিডিয়োতে নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে আপত্তিজনক অবস্থাতে ফ্রেমবন্দি হয়েছেন শিল্পী, ভিডিয়োটি শ্যুট করেছেন এক তৃতীয় ব্যক্তি। দুই ব্যক্তির চেহারা ভিডিয়োতে একেবারেই স্পষ্ট নয়।
এই ভাইরাল ভিডিয়োতে শিল্পীর সঙ্গী হিসাবে যাঁর দেখা মিলেছে তাঁর নাম বিজয় চৌহান বলে জানা যাচ্ছে। দীর্ঘ কয়েক বছর ধরেই সম্পর্কে রয়েছেন দুজনে। এক ভিডিয়ো বার্তায় ভাইরাল এমএমএস শেয়ার না করবার আর্জি জানিয়েছেন শিল্পী রাজ। ভোজপুরী ইন্ডাস্ট্রির নামী গায়িকা শিল্পী, খেসারি লাল যাদব, পবন সিং-এর মতো সুপারস্টারদের সঙ্গে বহু হিট গান গেয়েছেন তিনি। ‘জাদা লাগাত’, ‘বস কর পাগলি’, ‘দো ঘুঁনট’, ‘বাবুয়া কে খুশ কর দা’-এর মতো জনপ্রিয় ভোজপুরী গানে গলা মিলিয়েছেন শিল্পী। স্বাভাবিকভাবেই তাঁর এমএমএস নিমেষে ভাইরাল হয়েছে শিল্পার ভিডিয়ো।
উত্তরপ্রদেশের দেওরিয়ায় জন্ম শিল্পীর, বর্তমানে পাটনাতেই থাকেন। সোশ্যাল মিডিয়ায় শিল্পী একটি ভিডিয়ো পোস্ট করেন, এবং আবেদন করেন ‘সবাই নোংরা মন্তব্য করছে। আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আপনারা দয়া করে ভিডিয়ো ডিলিট করে দিন’। তবে স্পষ্টভাবে জানা যায়নি বিষয়টি নিয়ে গায়িকা পুলিশের দ্বারস্থ হয়েছেন কিনা। ২০১৭ সালে শিল্পীর প্রথম গান 'ভুকুর ভুকুর' রিলিজ করেছিল। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। 'সহেলিয়া নু রে', 'আপনি তো জ্যায়সে ত্যায়সে', 'লাইকা পাহিলকা হা', 'নীলি নীলি আখিয়া'-র মতো হিট গান গেয়েছেন মাত্র ২০ বছর বয়য়ী এই গায়িকা।