এই মুহূর্তে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিকে দেখানো হচ্ছে 'ভবানী' শ্বশুর বাড়িতে সংসার করছে। কিন্তু তার মধ্যেই জানতে পেরেছে যুবরাজ রামকান্তের ছোটবেলার ভালোবাসা পুঁটি অর্থাৎ কলাবতীর ব্যাপারে। বকুল গাঁয়ে গিয়ে তার সঙ্গে ভবানীর পরিচয়ও হয়েছে। সেখানে এক ওলন্দাজ সাহেব পুঁটিকে হরণ করে তার ক্ষতি করতে চাইলে সেখানে তরোয়াল হাতে ঢাল হয়ে ভবানী পুঁটিকে রক্ষা করে। আর তা করতে গিয়ে গুরুত্বর ভাবে আহত হয় সে। তবে সে আঘাতের থেকেও তার কাছে বড় আঘাত হয়ে দাঁড়িয়েছে রামকান্তের তার প্রতি ভালোবাসা না থাকা। আর এর মধ্যে দেখানো হচ্ছে এবার তারা তারাপীঠের পাশে তাঁদের মহালে আসছে প্রজাবিদ্রোহ দমন করে, শান্তি ফেরাতে।
আরও পড়ুন: এক সময় শোভনের সঙ্গে ছিল প্রেম চর্চা! 'দম বন্ধ করে থাকার…', প্রাক্তন প্রেমিকদের প্রসঙ্গে যা বললেন ইমন
অন্যদিকে, সাপের কামড় আর ওলন্দাজ সাহেবের সঙ্গে বন্ধুত্বেও রাজরাণী আর রামকান্তের কোনও ক্ষতি করতে না পেরে ব্যর্থ হয়ে এবার মহালে গিয়ে তাঁদের বিপদে ফেলার অভিসন্ধি করে দেবীপ্রসাদ। ওই মহালের পরিস্থিতি বেশ সরগরম তার মাঝে রামকান্ত আর ভবানীকে কোন বিপদে ফেলতে চলেছে দেবীপ্রসাদ সেই আভাসই মিলল 'রানী ভবানী'র নতুন প্রোমোয়।
কী দেখা গিয়েছে ‘রাজরাজেশ্বরী রানী ভবানী’র নতুন প্রোমোয়?
দেখা গিয়েছে, যুবরাজের খোঁজে তারাপীঠের মহাশ্মশানে হন্যে হয়ে ঘুরছে ভবানী। তখন আকাশ ঘিরে কালো মেঘ, বিদ্যুতের চমক, প্রবল ঝড় উঠেছে। অন্যদিকে, একদল কাপালিক রামকান্তকে অজ্ঞান অবস্থায় এনে ফেলছে এক যজ্ঞ স্থলে, সামনেই রাখা বলি দেওয়ার হাঁড়িকাঠ। আর তারপরই দেখা মেলে দেবীপ্রসাদের। তাঁকে বলতে শোনা যায়, ‘দ্বারক নদীর তীরে বলি হবে রামকান্ত’।
তারপরই ভবানী মা তারার কাছে কেঁদে কেঁদে প্রার্থনা জানায়, ‘এ পুণ্যস্থান তারাপীঠ। এখানে আমার স্বামীকে রক্ষা করবে না মা? মা পথ দেখাও আমায়।’ তখনই সেই মহাপ্রলয়ের মাঝে আকাশ ভরা মেঘের মধ্যেই আলোকছটায় ভেসে ওঠে দেবী তারার মূর্তি। তাঁর এক হাতে খড়গ, অন্য হাতে বরাভয়। তারপরই দেখা যায় জবা ফুলে সাজানো এক আলো মাখা পথ। তা দেখে ভবানী আল্পুত হয়ে বলে ওঠে, 'তুমি আমাকে পথ দেখালে মা?' তারপর সেই পথ ধরেই পৌঁছয় রামকান্তর কাছে।
কাপালিকদের যজ্ঞ স্থলে গিয়ে দেখে তাঁরা রামকান্তকে বলি দেওয়ার জন্য খাঁড়া তুলেছে। তাঁদের গুরুগম্ভীর স্বরে ভবানী থেমে যাওয়ার আদেশ দেয়। তবে তা গ্রাহ্য না করে যুবরাজকে বলি দিতে গেলে হাত থেকে খাঁড়া পড়ে যায়। সেই খাঁড়া হাতে তুলে ভবানী বলে, খবরদার, যুবরাজকে কেউ স্পর্শ করলে এই খাঁড়ার হাত থেকে বাঁচবে না।'
তারাপীঠে রাণী ভবানীর এই বিশেষ পর্ব ২২ থেকে ২৫ অগস্ট রাত সাড়ে ৮ টা থেকে স্টার জলসার পর্দায় দেখানো হবে।