Ata Amader Golpo: অভিনেত্রী থেকে প্রথমবার পরিচালনায় মানসী সিনহা। আসছে নতুন ছবি ‘এটা আমাদের গল্প’৷ মুক্তি পেয়েছে ছবির টিজার পোস্টার। ছবিতে জুটি বেঁধেছেন শ্বাশত চট্টোপাধ্যায় ও অপরাজিতা আঢ্য।
Ad
প্রথমবার পরিচালকের আসনে মানসী সিনহা
এবারে পরিচালনায় আসছেন অভিনেত্রী মানসী সিনহা। এতদিন দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন অভিনেত্রী হিসাবে, এবারে তাঁর পরিচালনায় আসছে নতুন ছবি ‘এটা আমাদের গল্প’। মুক্তি পেয়েছে সেই ছবির টিজার পোস্টার।
একগুচ্ছ তারকা রয়েছে ছবিতে। ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। ছবিতে অভিনয় করছেন শ্বাশত চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, সোহাগ সেন, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, দেবদূত ঘোষ সহ আরও অনেকে। সম্পূর্ণ ভিন্ন ঘরানার একটি প্রেমের গল্প। একটি পুরুষ হাতের থেকে ফুল নিচ্ছে এক মহিলার হাত। তার ওপরে লেখা.. এটা আমাদের গল্প। আরও পড়ুন: ভক্তকে আচমকা ঠাসিয়ে চড় মেরেছিলেন, ধর্মেন্দ্রর আজব কাণ্ড ফাঁস করলেন জনি লিভার
দীর্ঘদিন অভিনয়ের সঙ্গে যুক্ত অভিনেত্রী মানসী সিনহা। থিয়েটার, ছোটপর্দা, বড় পর্দায় চুটিয়ে অভিনয়ের পর এবার নতুন ভূমিকায় অভিনেত্রী। প্রথমবার পরিচালকের আসনে বসছেন অভিনেত্রী মানসী সিনহা। ছবিটি মূলত একটি প্রেমের ছবি। এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের জন্য একটা ঘর আছে, সেই ঘরটা খুঁজে নিতে হবে। সেখানে শ্বশুর বাড়ি, বাপের বাড়ি এইগুলো বিষয় নয়- বিষয় হল ভালোবাসা। এমনই নিখাদ ভালোবাসার গল্প বলবে ছবিটি। পরিচালকের গুরুদায়িত্ব সামলে, নিজের নতুন পরিচালনায় কোনও ভূমিকাতেই দেখা যাবে না মানসীকে।