Pori Moni-Taslima Nasreen: পরীমণির প্রতি সমর্থনের কথা জানিয়ে নিজের প্রসঙ্গ তুলে তসলিমা লিখেছেন, ‘পরীমনি নিজের পায়ে দাঁড়িয়েছে, ও যদি মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে একা বাঁচতে না পারে, তবে আর পারবে কে? আমি পেরেছি। আরও অনেকেই পেরেছে। নিজেকে ভালোবাসলে পারা যায়।’
পরীমণির উদ্দেশ্যে ফেসবুকে দীর্ঘ পোস্ট করলেন তসলিমা নাসরিন
ভাঙনের মুখে পরীমণির সংসার? পঞ্চমবার বিয়ে ভাঙছে বাংলাদেশের এই আলোচিত নায়িকার! শুক্রবার রাতে সংসার ভাঙার ইঙ্গিত দিয়ে একটি ফেসবুক পোস্ট করেন পরীমণি। সঙ্গে লিখলেন, বছরের শেষে নিজের জীবনকে সুস্থ করার জন্যই এরকম সিদ্ধান্ত নিয়েছেন। যদিও সেটি পরীমণির ভ্যারিফায়েড ফেসবুক পেজ নয়, ব্যক্তিগত অ্যাকাউন্ট, এমনটাই দাবি সে দেশের সংবাদমাধ্যমের।
২০২১ সালের ১৭ অক্টোবর সকলকে চমকে দিয়ে রাজকে বিয়ে করেন পরীমণি। রাজ-পরীর একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। পুত্র সন্তানের বয়স সবেমাত্র চার মাস। চর্চিত নায়িকার এই ইঙ্গিমূলক পোস্ট রীতিমতো অবাক করেছে সকলকে। পরীমণির ওই পোস্টের পরপরই বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন সমবেদনা জানিয়েছেন পরীমণির প্রতি। আলোচিত এই অভিনেত্রীর জীবন যেন তাঁর জীবনেরই মতো বলে মন্তব্য করেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে তসলিমা নাসরিন পরীমণির উদ্দেশে লেখেন, ‘পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো। মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, আঘাত পায়, কাঁদে, সরে আসে, আবার বিশ্বাস করে, আবার আঘাত পায়, আবার কাঁদে, আবার সরে আসে, আবার বিশ্বাস করে –। এ যেন একটা চক্রের মতো। সৎ, সরল, এবং সংবেদনশীল মানুষই এই চক্রের মধ্যে পড়ে যায়।’