
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
দীর্ঘদিন পর ফের অভিনয় করলেন। শুধু তাই নয়, নির্দিষ্ট সময় গ্যাপ দিয়ে একটার পর একটা মিউজিক অ্যালবাম, সিঙ্গল নিয়ে আসছেন রাজনৈতিক কাজের পাশাপাশি। সেই বিষয়ে, গানের প্রতি টান, ভালোবাসা নিয়ে কথা বললেন বাবুল।
আরও পড়ুন: দেবলীনার সঙ্গে হয়নি ডিভোর্স, জীবনের নতুন 'আলো'র সঙ্গে আলাপ করানোর পর এবার কী করলেন তথাগত?
সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে বাবুল সুপ্রিয় জানান যে তিনি বাংলায় প্লেব্যাক করছেন। এই বিষয়ে তাঁর কথায়, 'আমার সমসাময়িক যারা তারা বম্বেতে সেভাবে কেউই প্লেব্যাক করছে না। অনেক ভালো গায়ক মারা পড়ছে এই কম্পিউটারে গান তৈরি হয়ে যাওয়ার কারণে। তাছাড়া একটা গান অনেকজনকে দিয়ে গাওয়ানো হয়। শেষ পর্যন্ত কারটা রাখা হবে আগে থেকে বলা যায় না। তাই প্লেব্যাক করলেও বলা যায় না। তবে বাংলায় প্লেব্যাক করছি।'
তিনি এদিন একই সঙ্গে প্রকাশ্যে আনেন যে তিনি কেন পদ্মশিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদান করেছেন। এই বিষয়ে তিনি জানান, 'রাজনীতি নিয়ে আমার কোনও অ্যাম্বিশন নেই। তাই চাই না গানের জন্য যে ভালোবাসা পেয়েছি সেটা চলে যাক। ২০২১ সালে রাজনীতি ছাড়ি গানের জন্যই, বদল দেখতে পাচ্ছিলাম একটা প্রধানমন্ত্রীর মধ্যে। আমায় কোথাও গান গাওয়ার অনুমতি দিচ্ছিলেন না উনি। শো করতে দিচ্ছিলেন না বিদেশে। এই কারণের জন্যই দলের সঙ্গে একটা সংঘাত তৈরি হয় যার পরিণাম ভালো হয়নি। উল্টে এখন মুখ্যমন্ত্রী উৎসাহ দেন। উনি বোঝেন গানের মধ্যে থাকলে আমি রাজনৈতিক কাজ ভালো করে করতে পারব।'
বাবুলের সাফ কথা, কখনও যদি তাঁকে গান এবং রাজনীতির মধ্যে বেছে নিতে হয় তাহলে তিনি গানকে বেছে নেবেন। গায়কের কথায়, 'রাজনীতি পরেও করতে পারব কিন্তু গলা চিরকাল থাকবে না।'
প্রসঙ্গত বাবুল সুপ্রিয়কে সম্প্রতি আবারও পর্দায় দেখা গিয়েছে। তিনি কাজ করেছেন অরিন্দম শীলের একটি ওয়েব সিরিজে। এই বিষয়ে তিনি খানিকটা ক্ষোভ উগরে জানিয়েছেন, তিনি অভিনয় করতে ভালোবাসেন, কিন্তু আজকাল পরিচালকরা কেন তাঁর কথা ভাবেন না তিনি জানে না।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports